Ajker Patrika

উন্নয়ন কেন্দ্র থেকে হাসপাতালে নেওয়ার পর কিশোরকে মৃত ঘোষণা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২১, ০০: ১০
উন্নয়ন কেন্দ্র থেকে হাসপাতালে নেওয়ার পর কিশোরকে মৃত ঘোষণা

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা যায়, আজ সন্ধ্যায় শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা অন্য কিশোরদের সঙ্গে মারামারির একপর্যায়ে অসুস্থ হয়ে পড়ে শিহাব মিয়া (১৬)। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার হেলাল উদ্দিন। 

তবে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুজ্জামান বলেছেন, ওই কিশোরকে যখন হাসপাতালে আনা হয় তখন সে মৃতই ছিল। 

ওই কিশোর মৃত্যুর কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। 

শিহাব মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর ভূঁইয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া থেকে চুরির একটি মামলায় আটকের পর তাকে টঙ্গী শিশু উন্নয়ন (বালক) কেন্দ্রে রাখা হয়েছিল। 

টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক মো. এহিয়াতুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত