মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে ব্যবসায়ী আলী আজম মানিককে দাড়ি ধরে হেনস্তাকারী নাসিম ভূঁইয়াকে কারাগারে নেওয়ার সময় ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর খেপে গেলেন তিনি ও তাঁর অনুসারীরা। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে আদালতের হাজতখানা থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশ ভ্যানে তোলার সময় সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এ সময় নাসিম ভূঁইয়া সাংবাদিকদের ভিডিও না করার জন্য হুমকি দেন এবং আশপাশে থাকা তাঁর অনুসারী ও স্বজনেরাও সাংবাদিকদের হুমকি দেন। নাসিম ভূঁইয়া রেগে গিয়ে বলেন, ‘আপনি কিসের সাংবাদিক? ভিডিও করেন কেন? সরেন।’
পাশ থেকে নাসিম ভূঁইয়ার এক অনুসারী বলেন, ‘৩৩ বছর ধরে আমরা রাজনীতি করি। আপনারা ভিডিও করছেন কেন? গ্যাদারিং করলে মাসুদ পারভেজ ভাইকে (জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক) এখন কল দেব। আপনি সাংবাদিক হলে আমি সাংবাদিকের বাপ। ভিডিও করতে না করি, আপনার পছন্দ হয় না?’
এ বিষয়ে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জেলার অনেকে আমার নাম ভাঙিয়ে হুমকি-ধমকি দেয় এবং চাঁদাবাজি করে। আমি নিজেও তাদের খুঁজছি। তাদের পেলে আমি নিজে পুলিশের কাছে ধরিয়ে দেব।’
এর আগে গত মঙ্গলবার ব্যবসায়ী আলী আজম মানিককে দাড়ি ধরে মারধর ও হেনস্তা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপর ওই দিন রাতেই নাসিম ভূঁইয়া বিএনপির কেউ নয় দাবি করে দলীয় প্যাডে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি পাঠানো হয় গণমাধ্যমে।
দলীয় ক্ষমতা ব্যবহার করে সাংবাদিকদের হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান বলেন, ‘আমরা নিশ্চিত করে বলছি, নাসিম বিএনপির কেউ না; বরং সে আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করেছে। আমাদের কথা পরিষ্কার, সে যে অপরাধ করেছে, তার শাস্তি হোক। ভবিষ্যতে সে কোনো পদ-পদবি তো দূরের কথা, কোনো মিটিং-মিছিলেও যেতে পারবে না।’
উল্লেখ্য, ব্যবসায়ীকে দাড়ি ধরে মারধর ও হেনস্তার ঘটনায় চার দিন পর শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঢাকার আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর থেকে আসামি নাসিম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মানিকগঞ্জের ঘিওরে ব্যবসায়ী আলী আজম মানিককে দাড়ি ধরে হেনস্তাকারী নাসিম ভূঁইয়াকে কারাগারে নেওয়ার সময় ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর খেপে গেলেন তিনি ও তাঁর অনুসারীরা। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে আদালতের হাজতখানা থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশ ভ্যানে তোলার সময় সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এ সময় নাসিম ভূঁইয়া সাংবাদিকদের ভিডিও না করার জন্য হুমকি দেন এবং আশপাশে থাকা তাঁর অনুসারী ও স্বজনেরাও সাংবাদিকদের হুমকি দেন। নাসিম ভূঁইয়া রেগে গিয়ে বলেন, ‘আপনি কিসের সাংবাদিক? ভিডিও করেন কেন? সরেন।’
পাশ থেকে নাসিম ভূঁইয়ার এক অনুসারী বলেন, ‘৩৩ বছর ধরে আমরা রাজনীতি করি। আপনারা ভিডিও করছেন কেন? গ্যাদারিং করলে মাসুদ পারভেজ ভাইকে (জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক) এখন কল দেব। আপনি সাংবাদিক হলে আমি সাংবাদিকের বাপ। ভিডিও করতে না করি, আপনার পছন্দ হয় না?’
এ বিষয়ে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জেলার অনেকে আমার নাম ভাঙিয়ে হুমকি-ধমকি দেয় এবং চাঁদাবাজি করে। আমি নিজেও তাদের খুঁজছি। তাদের পেলে আমি নিজে পুলিশের কাছে ধরিয়ে দেব।’
এর আগে গত মঙ্গলবার ব্যবসায়ী আলী আজম মানিককে দাড়ি ধরে মারধর ও হেনস্তা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপর ওই দিন রাতেই নাসিম ভূঁইয়া বিএনপির কেউ নয় দাবি করে দলীয় প্যাডে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি পাঠানো হয় গণমাধ্যমে।
দলীয় ক্ষমতা ব্যবহার করে সাংবাদিকদের হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান বলেন, ‘আমরা নিশ্চিত করে বলছি, নাসিম বিএনপির কেউ না; বরং সে আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করেছে। আমাদের কথা পরিষ্কার, সে যে অপরাধ করেছে, তার শাস্তি হোক। ভবিষ্যতে সে কোনো পদ-পদবি তো দূরের কথা, কোনো মিটিং-মিছিলেও যেতে পারবে না।’
উল্লেখ্য, ব্যবসায়ীকে দাড়ি ধরে মারধর ও হেনস্তার ঘটনায় চার দিন পর শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঢাকার আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর থেকে আসামি নাসিম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১০ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১ ঘণ্টা আগে