গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শ্রমিক আন্দোলনের কারণে নিরাপত্তার স্বার্থে কারখানাটি বন্ধ করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে জরুন এলাকার কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকেরা নভেম্বরের বেতনের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। আজ সোমবার সকালেও কয়েক হাজার শ্রমিক কারখানার সামনে মহানগরীর কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে বন্ধের নোটিশ পেয়ে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে কোনাবাড়ী ফ্লাইওভারের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। তাতে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
এদিকে আজ দুপুরে কারখানা বন্ধের নোটিশে উল্লেখ করা হয়, কেয়া কসমেটিকস লিমিটেড (নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন) ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের (জরুন, কোনাবাড়ী, গাজীপুর) সকল শ্রমিক ও কর্মকর্তাকে জানানো হচ্ছে, গত ২৬ ডিসেম্বর কারখানার অভ্যন্তরে কিছুসংখ্যক উচ্ছৃঙ্খল শ্রমিক অযৌক্তিক ও বেআইনি দাবি নিয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করেন। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের জানমালের নিরাপত্তার স্বার্থে শৃঙ্খলা বজায় রেখে কাজে যোগদানের জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও শ্রমিকেরা কাজে যোগদান না করে বেরিয়ে যান এবং কারখানার অন্যান্য ইউনিটের কাজ বন্ধ করে দেন। বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় কর্তৃপক্ষ কারখানার জানমালের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী কারখানার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
নোটিশে আরও বলা হয়, ‘পরবর্তী সময়ে কারখানায় কাজের অনুকূল পরিবেশ সৃষ্টিসাপেক্ষে, কারখানা খোলার তারিখ লিখিত নোটিশের মাধ্যমে জানানো হবে। আগামী ১৫ জানুয়ারি শ্রমিকদের সকল বকেয়া বেতন পরিশোধ করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশ-২ কাশিমপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, ‘আমরা একটি নোটিশ দেখেছি। সেখানে বলা হয়েছে, আগামী ১৫ জানুয়ারি বেতন পরিশোধ করা হবে। শ্রমিকেরা স্বাভাবিকভাবে বেতন চায়। এদিকে মালিক আর্থিক অবস্থার কারণে বেতন দিতে পারছেন না। তিনি কারখানায়ও আসেন না। শ্রমিকেরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেছে।’
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শ্রমিক আন্দোলনের কারণে নিরাপত্তার স্বার্থে কারখানাটি বন্ধ করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে জরুন এলাকার কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকেরা নভেম্বরের বেতনের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। আজ সোমবার সকালেও কয়েক হাজার শ্রমিক কারখানার সামনে মহানগরীর কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে বন্ধের নোটিশ পেয়ে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে কোনাবাড়ী ফ্লাইওভারের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। তাতে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
এদিকে আজ দুপুরে কারখানা বন্ধের নোটিশে উল্লেখ করা হয়, কেয়া কসমেটিকস লিমিটেড (নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন) ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের (জরুন, কোনাবাড়ী, গাজীপুর) সকল শ্রমিক ও কর্মকর্তাকে জানানো হচ্ছে, গত ২৬ ডিসেম্বর কারখানার অভ্যন্তরে কিছুসংখ্যক উচ্ছৃঙ্খল শ্রমিক অযৌক্তিক ও বেআইনি দাবি নিয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করেন। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের জানমালের নিরাপত্তার স্বার্থে শৃঙ্খলা বজায় রেখে কাজে যোগদানের জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও শ্রমিকেরা কাজে যোগদান না করে বেরিয়ে যান এবং কারখানার অন্যান্য ইউনিটের কাজ বন্ধ করে দেন। বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় কর্তৃপক্ষ কারখানার জানমালের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী কারখানার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
নোটিশে আরও বলা হয়, ‘পরবর্তী সময়ে কারখানায় কাজের অনুকূল পরিবেশ সৃষ্টিসাপেক্ষে, কারখানা খোলার তারিখ লিখিত নোটিশের মাধ্যমে জানানো হবে। আগামী ১৫ জানুয়ারি শ্রমিকদের সকল বকেয়া বেতন পরিশোধ করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশ-২ কাশিমপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, ‘আমরা একটি নোটিশ দেখেছি। সেখানে বলা হয়েছে, আগামী ১৫ জানুয়ারি বেতন পরিশোধ করা হবে। শ্রমিকেরা স্বাভাবিকভাবে বেতন চায়। এদিকে মালিক আর্থিক অবস্থার কারণে বেতন দিতে পারছেন না। তিনি কারখানায়ও আসেন না। শ্রমিকেরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেছে।’
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
৫ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
৮ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৩৪ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে