ফুয়াদ হাসান রঞ্জু, ভূঞাপুর (টাঙ্গাইল)
কোমল পানীয়, চিপস, চানাচুর খেতে পছন্দ করে রাজা আর বাদশাহ। আপেল, কমলাও আছে তাদের খাবারের মেনুতে। আশ্চর্য ব্যাপার হলো, রাজা ও বাদশা দুটি ছাগলের নাম। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সার পলশিয়া গ্রামে ছাগল দুটি দেখতে প্রতিদিন আশপাশের এলাকা থেকেও আসছে মানুষ।
ছাগল দুটির মালিক সার পলশিয়া গ্রামের আব্দুল জলিল জানান, দেড় বছর আগে স্থানীয় হাট থেকে ৩০ হাজার টাকায় ছাগল দুটি কেনেন। আদর করে একটির নাম রাখেন রাজা, আরেকটির বাদশা। শখের বসে কেনা ছাগল দুটিকে খুব যত্নের সঙ্গে লালন-পালন করে আসছেন তিনি। নাম যেমন রাজা-বাদশাহ, তেমনি ভোজনরসিক ছাগল দুটি। এদের পছন্দের খাবারের তালিকায় রয়েছে চানাচুর, চিপসসহ বিভিন্ন ধরনের ফল যেমন—আপেল, আঙুর, কলা। টাইগার, স্পিড, কোকাকোলাসহ বিভিন্ন কোমল পানীয়ও এদের প্রিয়। এ ছাড়া সাধারণ খাবার ভুসি, কাঁঠালপাতা—এসবও খাওয়ানো হয়।
জলিল আরও জানান, গোসল করানো হয় শ্যাম্পু দিয়ে। বাড়িসহ দাপিয়ে বেড়ায় পুরো এলাকা। তিনি বাজার কিংবা কাজে যেখানেই যান না কেন, পিছু নেয় রাজা-বাদশাহ। পছন্দের খাবার পেলেই শান্ত থাকে তারা।
শখের বসে লালন-পালন করলেও ভালো দাম পেলে কোরবানির ঈদে রাজা-বাদশাহকে বিক্রির চিন্তাভাবনা করছেন আব্দুল জলিল ও স্ত্রী ফিরোজা বেগম।
জলিল বলেন, প্রতিদিন বাড়িতে ছাগলের ক্রেতারা আসছেন। অনেকেই ২ লাখ টাকা দাম হাঁকান। এখানে বিক্রি করতে না পারলে কয়েক দিন পর হাটে নিয়ে যাব। দুটি ছাগলের মূল্য নির্ধারণ করেছি ৩ লাখ টাকা। দেড় বছরে খেয়েছে এক লাখেরও বেশি টাকার খাবার।
ফিরোজা বেগম বলেন, ‘আমার স্বামী আব্দুল জলিল ডাকলেই তাঁর কথা শোনে রাজা-বাদশাহ। তাদের যে কেউ সামলাতে পারে না। শক্তি দিয়ে এদের সামলানো যায় না। স্বামীর পাশাপাশি আমি যত্ন নেই। ওরা কিছুক্ষণ বাড়িতে না থাকলে কেমন যেন খালি খালি লাগে।’
ছাগল দুটির মাথা, গলায় কালোর প্রভাব বেশি, তবে শরীরের বাকি অংশ চকচকে সাদা। লোম কোঁকড়ানো। ধারালো শিং দুটোও নজর কাড়ে। আব্দুল জলিলের বাসায় গিয়ে দেখা যায়, বিশাল আকৃতির রাজা-বাদশাহকে দেখতে ভিড় করছে উৎসুক মানুষ। এদের কেউ কেউ প্রতিবেশী, কেউ আবার এসেছেন বেশ দূরে থেকে।
স্থানীয় বাসিন্দা হাসেম বলেন, ‘জলিলের নিজের পালিত ছাগল দুটির দাম চাইছেন ৩ লাখ টাকা। রাজা-বাদশাহর দাম গরুর দামের চেয়েও বেশি। তাই ছাগল দুটি দেখতে আসছি।’
আরেক এলাকাবাসী করিম বলেন, ‘আমাদের সামনেই ছাগল দুটি বড় হয়েছে। ছাগলের এমন খাবার খাওয়া আগে কখনো দেখিনি।’
পাকুল্লা থেকে দেখতে আসা মিজান বলেন, ‘লোকমুখে শুনে আমার বিশ্বাস হয়নি ছাগলে এমন খাবার খায়। তাই নিজ চোখে দেখতে এসেছি।’
স্থানীয় ফল দোকানদার রবিন ও হাসিব বলেন, রাজা-বাদশার জন্য আমাদের এখান থেকে প্রতিদিন নানা রকম ফল কিনে নেওয়া হয়। এ ছাড়া বিকেল হলেই জলিলের সঙ্গে বাজারে আসে।
কোমল পানীয়, চিপস, চানাচুর খেতে পছন্দ করে রাজা আর বাদশাহ। আপেল, কমলাও আছে তাদের খাবারের মেনুতে। আশ্চর্য ব্যাপার হলো, রাজা ও বাদশা দুটি ছাগলের নাম। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সার পলশিয়া গ্রামে ছাগল দুটি দেখতে প্রতিদিন আশপাশের এলাকা থেকেও আসছে মানুষ।
ছাগল দুটির মালিক সার পলশিয়া গ্রামের আব্দুল জলিল জানান, দেড় বছর আগে স্থানীয় হাট থেকে ৩০ হাজার টাকায় ছাগল দুটি কেনেন। আদর করে একটির নাম রাখেন রাজা, আরেকটির বাদশা। শখের বসে কেনা ছাগল দুটিকে খুব যত্নের সঙ্গে লালন-পালন করে আসছেন তিনি। নাম যেমন রাজা-বাদশাহ, তেমনি ভোজনরসিক ছাগল দুটি। এদের পছন্দের খাবারের তালিকায় রয়েছে চানাচুর, চিপসসহ বিভিন্ন ধরনের ফল যেমন—আপেল, আঙুর, কলা। টাইগার, স্পিড, কোকাকোলাসহ বিভিন্ন কোমল পানীয়ও এদের প্রিয়। এ ছাড়া সাধারণ খাবার ভুসি, কাঁঠালপাতা—এসবও খাওয়ানো হয়।
জলিল আরও জানান, গোসল করানো হয় শ্যাম্পু দিয়ে। বাড়িসহ দাপিয়ে বেড়ায় পুরো এলাকা। তিনি বাজার কিংবা কাজে যেখানেই যান না কেন, পিছু নেয় রাজা-বাদশাহ। পছন্দের খাবার পেলেই শান্ত থাকে তারা।
শখের বসে লালন-পালন করলেও ভালো দাম পেলে কোরবানির ঈদে রাজা-বাদশাহকে বিক্রির চিন্তাভাবনা করছেন আব্দুল জলিল ও স্ত্রী ফিরোজা বেগম।
জলিল বলেন, প্রতিদিন বাড়িতে ছাগলের ক্রেতারা আসছেন। অনেকেই ২ লাখ টাকা দাম হাঁকান। এখানে বিক্রি করতে না পারলে কয়েক দিন পর হাটে নিয়ে যাব। দুটি ছাগলের মূল্য নির্ধারণ করেছি ৩ লাখ টাকা। দেড় বছরে খেয়েছে এক লাখেরও বেশি টাকার খাবার।
ফিরোজা বেগম বলেন, ‘আমার স্বামী আব্দুল জলিল ডাকলেই তাঁর কথা শোনে রাজা-বাদশাহ। তাদের যে কেউ সামলাতে পারে না। শক্তি দিয়ে এদের সামলানো যায় না। স্বামীর পাশাপাশি আমি যত্ন নেই। ওরা কিছুক্ষণ বাড়িতে না থাকলে কেমন যেন খালি খালি লাগে।’
ছাগল দুটির মাথা, গলায় কালোর প্রভাব বেশি, তবে শরীরের বাকি অংশ চকচকে সাদা। লোম কোঁকড়ানো। ধারালো শিং দুটোও নজর কাড়ে। আব্দুল জলিলের বাসায় গিয়ে দেখা যায়, বিশাল আকৃতির রাজা-বাদশাহকে দেখতে ভিড় করছে উৎসুক মানুষ। এদের কেউ কেউ প্রতিবেশী, কেউ আবার এসেছেন বেশ দূরে থেকে।
স্থানীয় বাসিন্দা হাসেম বলেন, ‘জলিলের নিজের পালিত ছাগল দুটির দাম চাইছেন ৩ লাখ টাকা। রাজা-বাদশাহর দাম গরুর দামের চেয়েও বেশি। তাই ছাগল দুটি দেখতে আসছি।’
আরেক এলাকাবাসী করিম বলেন, ‘আমাদের সামনেই ছাগল দুটি বড় হয়েছে। ছাগলের এমন খাবার খাওয়া আগে কখনো দেখিনি।’
পাকুল্লা থেকে দেখতে আসা মিজান বলেন, ‘লোকমুখে শুনে আমার বিশ্বাস হয়নি ছাগলে এমন খাবার খায়। তাই নিজ চোখে দেখতে এসেছি।’
স্থানীয় ফল দোকানদার রবিন ও হাসিব বলেন, রাজা-বাদশার জন্য আমাদের এখান থেকে প্রতিদিন নানা রকম ফল কিনে নেওয়া হয়। এ ছাড়া বিকেল হলেই জলিলের সঙ্গে বাজারে আসে।
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
২ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১২ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে