গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় মো. রুবেল মিয়া (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। এর আগে গত সোমবার আশুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে একদিনের রিমান্ডে নেওয়া হয়।
গ্রেপ্তারকৃত রুবেল মিয়া ময়মনসিংহের গৌরীপুর থানার রাম গোপালপুর গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ রাইস মিলের পাশে মো. সফিকুল ইসলামের (৩৮) বাড়িতে অজ্ঞাতনামা দুই ব্যক্তি কথিত ডিবির জ্যাকেট সাদৃশ্য পোশাক পরে ওয়ারলেস ও পিস্তলসহ শয়নকক্ষে প্রবেশ করে। বাড়িতে অবৈধ জিনিস আছে বলে বসতবাড়িতে তল্লাশির কথা জানায়। একই সঙ্গে আরও অজ্ঞাতনামা ৬ জন পিস্তল ও চাপাতিসহ বাদীর রুমে ঢুকে বাড়ির অন্য লোকজনদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। পরে লুঙ্গি ও গামছা দিয়ে সকলের হাত, মুখ ও চোখ বেঁধে ফেলা হয়। পরে অজ্ঞাতনামা ডাকাতরা বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৪ হাজার ৫০০ টাকা।
এ ঘটনার পর সফিকুল ইসলাম থানায় মামলা দায়ের করেন। মামলাটি কাশিমপুর থানা-পুলিশ প্রায় ২ মাস তদন্ত করে রহস্য উদ্ঘাটন করতে পারেনি। পরে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআই গাজীপুর জেলার ওপর দেওয়া হয়। পিবিআইয়ের তদন্তকালে উক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির দেওয়া স্বীকারোক্তিতে জানা গেছে, রুবেল মিয়া ও অপর একজন পলাতক সহযোগী আসামি একই গার্মেন্টসে চাকরি করতেন। করোনার কারণে রুবেল মিয়ার চাকরি চলে যায়। এরপর তিনি অটোরিকশা চালানো শুরু করেন। এ সময় তাঁদের দুজনের মধ্যে নানাভাবে সখ্যতা গড়ে ওঠে। কিছুদিন পর অপর সহযোগী আসামি কাজের জন্য আশুলিয়ার নরসিংহপুরে রুবেল মিয়াকে যেতে বলেন। পরে গত ২০২১ সালের ১০ সেপ্টেম্বর রুবেল মিয়াসহ ৮ জন সহযোগী আসামি মিলে নরসিংহপুর থেকে মাইক্রোবাসে করে কাশিমপুরের দিকে রওনা দেন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে তাঁরা ডিবি পুলিশের জ্যাকেট পরে সফিকুলের বাড়িতে ঢোকেন। তারপর বাড়ির সকলকে জিম্মি করে ও বেঁধে রেখে ডাকাতি করেন।
গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান রুবেল মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় মো. রুবেল মিয়া (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। এর আগে গত সোমবার আশুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে একদিনের রিমান্ডে নেওয়া হয়।
গ্রেপ্তারকৃত রুবেল মিয়া ময়মনসিংহের গৌরীপুর থানার রাম গোপালপুর গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ রাইস মিলের পাশে মো. সফিকুল ইসলামের (৩৮) বাড়িতে অজ্ঞাতনামা দুই ব্যক্তি কথিত ডিবির জ্যাকেট সাদৃশ্য পোশাক পরে ওয়ারলেস ও পিস্তলসহ শয়নকক্ষে প্রবেশ করে। বাড়িতে অবৈধ জিনিস আছে বলে বসতবাড়িতে তল্লাশির কথা জানায়। একই সঙ্গে আরও অজ্ঞাতনামা ৬ জন পিস্তল ও চাপাতিসহ বাদীর রুমে ঢুকে বাড়ির অন্য লোকজনদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। পরে লুঙ্গি ও গামছা দিয়ে সকলের হাত, মুখ ও চোখ বেঁধে ফেলা হয়। পরে অজ্ঞাতনামা ডাকাতরা বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৪ হাজার ৫০০ টাকা।
এ ঘটনার পর সফিকুল ইসলাম থানায় মামলা দায়ের করেন। মামলাটি কাশিমপুর থানা-পুলিশ প্রায় ২ মাস তদন্ত করে রহস্য উদ্ঘাটন করতে পারেনি। পরে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআই গাজীপুর জেলার ওপর দেওয়া হয়। পিবিআইয়ের তদন্তকালে উক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির দেওয়া স্বীকারোক্তিতে জানা গেছে, রুবেল মিয়া ও অপর একজন পলাতক সহযোগী আসামি একই গার্মেন্টসে চাকরি করতেন। করোনার কারণে রুবেল মিয়ার চাকরি চলে যায়। এরপর তিনি অটোরিকশা চালানো শুরু করেন। এ সময় তাঁদের দুজনের মধ্যে নানাভাবে সখ্যতা গড়ে ওঠে। কিছুদিন পর অপর সহযোগী আসামি কাজের জন্য আশুলিয়ার নরসিংহপুরে রুবেল মিয়াকে যেতে বলেন। পরে গত ২০২১ সালের ১০ সেপ্টেম্বর রুবেল মিয়াসহ ৮ জন সহযোগী আসামি মিলে নরসিংহপুর থেকে মাইক্রোবাসে করে কাশিমপুরের দিকে রওনা দেন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে তাঁরা ডিবি পুলিশের জ্যাকেট পরে সফিকুলের বাড়িতে ঢোকেন। তারপর বাড়ির সকলকে জিম্মি করে ও বেঁধে রেখে ডাকাতি করেন।
গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান রুবেল মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৭ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৮ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
১০ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১১ ঘণ্টা আগে