Ajker Patrika

গৃহীত উদ্যোগের ফলে কমে যাবে যানজট: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গৃহীত উদ্যোগের ফলে কমে যাবে যানজট: মেয়র তাপস

পর্যায়ক্রমে যানজটের তীব্রতা কবে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার সন্ধ্যায় নগর ভবনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সূচনা বক্তব্যে তিনি এই আশা প্রকাশ করেন।

নগর ভবনের ফোয়ারা চত্বরে বিশিষ্ট নাগরিকদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলের আলোচনায় অবধারিতভাবে উঠে আসে ঢাকার যানজটের প্রসঙ্গ।

ইফতার মাহফিলে মেয়র তাপস বলেন, ‘যানজট নিরসনে আমরা উদ্যোগ গ্রহণ করছি। আমরা যে কার্যক্রম গ্রহণ করেছি, যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছি, তার ফলে ধীরে ধীরে ইনশা আল্লাহ আমরা যানজট নিরসনের দিকে এগিয়ে যাব।’ 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন, চাঁদপুর-৪ আসনের মো. শফিকুর রহমান, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৭ আসনের হাজী সেলিম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. হেলাল উদ্দিন, রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত