Ajker Patrika

সামনের বছরের ডিসেম্বরে চালু হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে : কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামনের বছরের ডিসেম্বরে চালু হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে : কাদের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত এক্সপ্রেসওয়েটি ট্রাফিক চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার সকাল সাড়ে দশটার দিকে বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প পরিদর্শনে এসে এসব কথা জানান সেতুমন্ত্রী। 

এ সময় মন্ত্রী বলেন, `ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্থায়নের যেসব সমস্যা ছিল সেগুলো কেটে গেছে। আশা করছি প্রকল্পের কিছু অংশ আগামী ডিসেম্বরে খুলে দিতে পারব।' 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা-কুড়িল-বানানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর সায়েদাবাদ যাত্রাবাড়ী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে কুতুবখালী পর্যন্ত যাবে। এলিভেটেড অংশের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার প্রকল্পে। ওঠানামার জন্য ২৭  কিলোমিটার দীর্ঘ ৩১টি র‍্যাম্প রয়েছে। র‍্যাম্পসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। পুরো প্রকল্পটির তিনটি ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত