প্রতিনিধি, শরীয়তপুর
গত মঙ্গলবার রাতে এক দফা মার খেয়ে ঘুমিয়ে পড়েন রাজিয়া। কিন্তু ভোরবেলায় ঘুমের মধ্যে স্বামীর একের পর এক ইটের আঘাতে শেষ পর্যন্ত মরেই গেছেন তিনি। স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী আরিফ মুন্সী। গতকাল ভোর ৪টার দিকে শরীয়তপুর সদর উপজেলার বাঘিয়া গ্রামে নৃশংস এই হত্যাকাণ্ডটি ঘটে। এ ঘটনায় আরিফকে আসামি করে মামলা হয়েছে।
রাজিয়ার স্বজনেরা জানান, ২০০১ সালে ফরিদপুর সদর উপজেলার চান মিয়া মুন্সীর ছেলে আরিফ মুন্সির (৪৫) সঙ্গে বিয়ে হয় শরীয়তপুর পৌর শহরের আবুল কালাম ছৈয়ালের মেয়ে রাজিয়া সুলতানার (৩৬)। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ নানা কারণে রাজিয়াকে নির্যাতন করতেন মাদকাসক্ত আরিফ। পারিবারিকভাবে একাধিকবার মীমাংসা করা হলেও নির্যাতন চলতেই থাকে।
মঙ্গলবার রাতেও যৌতুকের দাবিতে স্বামীর মারধরের শিকার হন রাজিয়া। পরে ভোর ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় তাঁর মাথায় উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন আরিফ। পরে সকালে পালং মডেল থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।
গতকাল বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজিয়ার মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ইটের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণেই রাজিয়ার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা।
রাজিয়ার মামা ইয়াদ আলী বলেন, ‘বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আমার ভাগনিকে নির্যাতন করত আরিফ। বিষয়টি নিয়ে আমরা একাধিকবার সালিস বৈঠক করেছি। তাতেও শেষরক্ষা হয়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি করেছি।’
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, রাজিয়ার ভাই রাসেল ছৈয়াল বাদী হয়ে অভিযুক্ত আরিফকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় আরিফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার রাতে এক দফা মার খেয়ে ঘুমিয়ে পড়েন রাজিয়া। কিন্তু ভোরবেলায় ঘুমের মধ্যে স্বামীর একের পর এক ইটের আঘাতে শেষ পর্যন্ত মরেই গেছেন তিনি। স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী আরিফ মুন্সী। গতকাল ভোর ৪টার দিকে শরীয়তপুর সদর উপজেলার বাঘিয়া গ্রামে নৃশংস এই হত্যাকাণ্ডটি ঘটে। এ ঘটনায় আরিফকে আসামি করে মামলা হয়েছে।
রাজিয়ার স্বজনেরা জানান, ২০০১ সালে ফরিদপুর সদর উপজেলার চান মিয়া মুন্সীর ছেলে আরিফ মুন্সির (৪৫) সঙ্গে বিয়ে হয় শরীয়তপুর পৌর শহরের আবুল কালাম ছৈয়ালের মেয়ে রাজিয়া সুলতানার (৩৬)। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ নানা কারণে রাজিয়াকে নির্যাতন করতেন মাদকাসক্ত আরিফ। পারিবারিকভাবে একাধিকবার মীমাংসা করা হলেও নির্যাতন চলতেই থাকে।
মঙ্গলবার রাতেও যৌতুকের দাবিতে স্বামীর মারধরের শিকার হন রাজিয়া। পরে ভোর ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় তাঁর মাথায় উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন আরিফ। পরে সকালে পালং মডেল থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।
গতকাল বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজিয়ার মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ইটের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণেই রাজিয়ার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা।
রাজিয়ার মামা ইয়াদ আলী বলেন, ‘বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আমার ভাগনিকে নির্যাতন করত আরিফ। বিষয়টি নিয়ে আমরা একাধিকবার সালিস বৈঠক করেছি। তাতেও শেষরক্ষা হয়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি করেছি।’
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, রাজিয়ার ভাই রাসেল ছৈয়াল বাদী হয়ে অভিযুক্ত আরিফকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় আরিফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আজ ২০ আগস্ট বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৪ তম মৃত্যুবার্ষিকী। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে।
২৮ মিনিট আগেএক সময়ে পথে পথে ছুটে চলা ‘লেইস ফিতা ফেরিওয়ালারা’ আজ হারিয়ে যেতে বসেছে। শহর ও গ্রামের রাস্তায় রাস্তায় বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে নারীদের শখের সাজসজ্জার জিনিস বিক্রি করতে এখন আর দেখা যায় না। আধুনিকতার ছোঁয়ায় আজ তা বিলুপ্তির পথে।
৩৯ মিনিট আগেচাঁদপুর শহরের একমাত্র বাইপাস সড়ক হচ্ছে ‘চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়ক’। শহরের যানজট নিরসনে দেড় কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ব্যবহার হলেও দীর্ঘ দিন সংস্কার না করায় এখন মরণ ফাঁদে ফরিণত হয়েছে। সড়কজুড়ে গর্ত সৃষ্টি হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী।
১ ঘণ্টা আগেরংপুরের পীরগাছায় ঘাঘট নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর ভেসে উঠেছে শিশু নাজিমের (৭) মরদেহ। আজ বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ডুবে যাওয়ার ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে ওঠে।
২ ঘণ্টা আগে