Ajker Patrika

তাঁতীবাজারে বাসে আগুন: গ্রেপ্তার যুবক ১ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৮: ০৭
তাঁতীবাজারে বাসে আগুন: গ্রেপ্তার যুবক ১ দিনের রিমান্ডে

বিএনপির ডাকা তৃতীয় দফার অবরোধ চলাকালে রাজধানীর তাঁতীবাজারে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার মো. আলামিনকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

বিকেলে আলামিনকে আদালতে হাজির করে বংশাল থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার এসআই বাচ্চু মিয়া পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আইনজীবী তাঁর জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গতকাল বুধবার বাসে আগুন দেওয়ার পর ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করে বংশাল থানা-পুলিশ।

গতকাল কেরানীগঞ্জের কদমতলী থেকে ছেড়ে আসা আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার পর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় বংশাল থানায় একটি মামলা করা হয়।

জানা গেছে, রিমান্ডে নেওয়া আলামিন একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ প্রতিষ্ঠানে চাকরি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত