Ajker Patrika

জুলাই ঐক্য বিনষ্টকারী উপদেষ্টাদের অপসারণের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে ‘জুলাই ঐক্য’। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে ‘জুলাই ঐক্য’। ছবি: সংগৃহীত

জুলাই ঐক্য বিনষ্টকারী এবং উপদেষ্টা পরিষদের ভারতীয় দোসরদের অপসারণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে ‘জুলাই ঐক্য’। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়টির রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান জুলাই ঐক্যের সংগঠকেরা।

এ সময় বিক্ষোভ সমাবেশে জুলাই ঘোষণাপত্র অতিদ্রুতই ঘোষণার দাবি করা হয়।

বিক্ষোভ সমাবেশে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, ‘এ জুলাইয়ের রক্তের ওপর দিয়ে যারা ক্ষমতায় বসেছিল তারা বিভিন্ন ইস্যুতে দৃশ্যমান কোনো কাজ করেনি। জুলাইয়ের সৈনিকদের বিপদে ঠেলে দিয়ে তোমরা ক্ষমতা ক্ষমতা করো।’

ড. ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা আপনার ওপর আস্থা রাখতে চাই। আপনার আশেপাশে যারা জুলাইয়ের গাদ্দার আছে তাঁদেরকে অপসারণ করুন।’

মিনহাজ বলেন, ‘খুনি হাসিনাকে যেভাবে আমরা একতাবদ্ধ হয়ে ভারতে পালাতে বাধ্য করেছি, সেভাবে জুলাইয়ের রক্তের সঙ্গে যারা গাদ্দারি করবে তাঁদেরকেও আমরা পালাতে বাধ্য করব।

উপদেষ্টা মাহফুজের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মাহফুজ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেছে। দেশের প্রশ্নে কেউ কাল হয়ে দাঁড়ালে আমরা তা সহ্য করব না।’

প্লাটফর্মের মুখপাত্র ইসরাফিল ফরাজী বলেন, ‘আজকে জুলাই যোদ্ধারা মাঠে আছে, এখনও ঘরে ফিরে যায় নাই। যতক্ষণ পর্যন্ত জুলাইয়ের গাদ্দারদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত জুলাইয়ের যোদ্ধারা ঘরে ফিরবে না। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। ঘোষণা দিয়ে সসম্মানে আমাদের সঙ্গে থাকুন।’

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ তিন দাবি জানিয়ে বলেন, ‘সকল জায়গা থেকে ভারতীয় আধিপত্যবাদীদের অপসারণ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। প্রশাসন ও গণমাধ্যমে যেসব আওয়ামী লীগের দোসর আছে তাদেরকে অতি দ্রুত সরিয়ে ব্যবস্থা নিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নানা গুঞ্জনের মধ্যে ড. ইউনূসের সঙ্গে নাহিদের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী

অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান

ভারতে জাহাজ নির্মাণের জন্য ২১ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করল বাংলাদেশ

যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত