টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ৯টা থেকে থেকে টঙ্গীর পাগাড় এলাকায় হংকং ফ্যাশন লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে টায়ার ও কাঠ টুকরো ফেলে আগুন ধরিয়ে দেন।
কারখানা সূত্রে জানা যায়, কারখানাটির ৫০০ জন শ্রমিকের গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, মার্চ মাসের অর্ধেক বেতন ও সেই সঙ্গে ঈদ বোনাসের টাকা পরিশোধের দাবি জানিয়ে আসছিল কারখানা কর্তৃপক্ষের কাছে। বৃহস্পতিবার সকালে কারখানা কর্তৃপক্ষ পাওনা পরিশোধের আশার দেয়। পরে সন্ধ্যা পেরিয়ে রাত হলে বেতন পরিশোধ করেনি কারখানা মালিক। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। দাবি আদায় করতে রাত ৯টার দিকে কাজ বন্ধ করে কারখানার ভেতর অবস্থান করে শ্রমিকেরা। পরে শ্রমিকেরা রাতে কারখানা থেকে বেড়িয়ে কারখানার সামনের শাখা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় শ্রমিকেরা শাখা সড়কটিতে টায়ার ও কাঠের টুকরায় আগুন ধরিয়ে দেয়।
একাধিক শ্রমিক জানান, কয়েক দিন যাবৎ কারখানা মালিক আমাদের পাওনা পরিশোধে আশ্বাস দিলেও পাওনা পরিশোধে করেননি। শনিবার থেকে কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হবে। আমরা কীভাবে ঈদ করব? সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছি। বেতন না পেলে ঘরে ফিরব না।
ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের মোটা ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, শ্রমিকেরা কারখানার সামনের শাখা সড়কে টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ করছে। কারখানা মালিকের সঙ্গে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।
বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ৯টা থেকে থেকে টঙ্গীর পাগাড় এলাকায় হংকং ফ্যাশন লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে টায়ার ও কাঠ টুকরো ফেলে আগুন ধরিয়ে দেন।
কারখানা সূত্রে জানা যায়, কারখানাটির ৫০০ জন শ্রমিকের গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, মার্চ মাসের অর্ধেক বেতন ও সেই সঙ্গে ঈদ বোনাসের টাকা পরিশোধের দাবি জানিয়ে আসছিল কারখানা কর্তৃপক্ষের কাছে। বৃহস্পতিবার সকালে কারখানা কর্তৃপক্ষ পাওনা পরিশোধের আশার দেয়। পরে সন্ধ্যা পেরিয়ে রাত হলে বেতন পরিশোধ করেনি কারখানা মালিক। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। দাবি আদায় করতে রাত ৯টার দিকে কাজ বন্ধ করে কারখানার ভেতর অবস্থান করে শ্রমিকেরা। পরে শ্রমিকেরা রাতে কারখানা থেকে বেড়িয়ে কারখানার সামনের শাখা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় শ্রমিকেরা শাখা সড়কটিতে টায়ার ও কাঠের টুকরায় আগুন ধরিয়ে দেয়।
একাধিক শ্রমিক জানান, কয়েক দিন যাবৎ কারখানা মালিক আমাদের পাওনা পরিশোধে আশ্বাস দিলেও পাওনা পরিশোধে করেননি। শনিবার থেকে কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হবে। আমরা কীভাবে ঈদ করব? সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছি। বেতন না পেলে ঘরে ফিরব না।
ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের মোটা ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, শ্রমিকেরা কারখানার সামনের শাখা সড়কে টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ করছে। কারখানা মালিকের সঙ্গে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২০ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৫ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩০ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে