Ajker Patrika

মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মানিকগঞ্জ ও সিঙ্গাইর প্রতিনিধি
মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী তারিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় দেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

তরিকুল ইসলামের বাড়ি সিঙ্গাইর উপজেলার খাসের চর গ্রামে। তিনি ওই গ্রামের আজমত আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের উপস্থিত ছিলেন। 

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালে সিঙ্গাইর উপজেলার কাঞ্চননগর গ্রামের বাসিন্দা বৃষ্টি আক্তারকে বিয়ে করেন তরিকুল ইসলাম (৩৫)। বিয়ের পর থেকেই তরিকুল স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ভাড়া থাকতেন। বিয়ের আড়াই বছর পর থেকে তিনি স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে যন্ত্রণা দিতে থাকেন। পরবর্তীতে ২০২০ সালের ৭ মার্চ সকালে দুজনের কথাকাটাকাটির একপর্যায়ে তরিকুল গাছের ডাল দিয়ে স্ত্রী বৃষ্টির মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই বৃষ্টির মৃত্যু হয়। 

এ ঘটনায় বৃষ্টির বাবা বাদী হয়ে তরিকুল ইসলামকে আসামি করে সিঙ্গাইর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ২০২০ সালের ২৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা ও সিঙ্গাইর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আসামি তরিকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। 

মামলায় ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সব সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে আজ বুধবার আসামি তরিকুলকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা দায়রা ও জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল ইসলাম শহিদ। 

মামলার রায়ে দুই পক্ষই উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত