মানিকগঞ্জ ও সিঙ্গাইর প্রতিনিধি
মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী তারিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় দেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
তরিকুল ইসলামের বাড়ি সিঙ্গাইর উপজেলার খাসের চর গ্রামে। তিনি ওই গ্রামের আজমত আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালে সিঙ্গাইর উপজেলার কাঞ্চননগর গ্রামের বাসিন্দা বৃষ্টি আক্তারকে বিয়ে করেন তরিকুল ইসলাম (৩৫)। বিয়ের পর থেকেই তরিকুল স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ভাড়া থাকতেন। বিয়ের আড়াই বছর পর থেকে তিনি স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে যন্ত্রণা দিতে থাকেন। পরবর্তীতে ২০২০ সালের ৭ মার্চ সকালে দুজনের কথাকাটাকাটির একপর্যায়ে তরিকুল গাছের ডাল দিয়ে স্ত্রী বৃষ্টির মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই বৃষ্টির মৃত্যু হয়।
এ ঘটনায় বৃষ্টির বাবা বাদী হয়ে তরিকুল ইসলামকে আসামি করে সিঙ্গাইর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ২০২০ সালের ২৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা ও সিঙ্গাইর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আসামি তরিকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
মামলায় ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সব সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে আজ বুধবার আসামি তরিকুলকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা দায়রা ও জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল ইসলাম শহিদ।
মামলার রায়ে দুই পক্ষই উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।
মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী তারিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় দেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
তরিকুল ইসলামের বাড়ি সিঙ্গাইর উপজেলার খাসের চর গ্রামে। তিনি ওই গ্রামের আজমত আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালে সিঙ্গাইর উপজেলার কাঞ্চননগর গ্রামের বাসিন্দা বৃষ্টি আক্তারকে বিয়ে করেন তরিকুল ইসলাম (৩৫)। বিয়ের পর থেকেই তরিকুল স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ভাড়া থাকতেন। বিয়ের আড়াই বছর পর থেকে তিনি স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে যন্ত্রণা দিতে থাকেন। পরবর্তীতে ২০২০ সালের ৭ মার্চ সকালে দুজনের কথাকাটাকাটির একপর্যায়ে তরিকুল গাছের ডাল দিয়ে স্ত্রী বৃষ্টির মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই বৃষ্টির মৃত্যু হয়।
এ ঘটনায় বৃষ্টির বাবা বাদী হয়ে তরিকুল ইসলামকে আসামি করে সিঙ্গাইর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ২০২০ সালের ২৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা ও সিঙ্গাইর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আসামি তরিকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
মামলায় ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সব সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে আজ বুধবার আসামি তরিকুলকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা দায়রা ও জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল ইসলাম শহিদ।
মামলার রায়ে দুই পক্ষই উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
৪ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
৯ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
১৪ মিনিট আগেবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন শান্তি মিছিলের নামে সহিংসতা, নিরীহ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও সামাজিক মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ১৫৪ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের
২১ মিনিট আগে