Ajker Patrika

রমজানেও টিকা কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৬: ২৩
রমজানেও টিকা কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে: স্বাস্থ্যমন্ত্রী

রমজান মাসেও টিকা কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানি মিলনায়তনে আয়োজিত স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ১২ বছরের ওপরে ৯৬ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে। দেশে এই মুহূর্তে ৫ কোটি ডোজ টিকা মজুত রয়েছে। আরও ৬ কোটি টিকা পাইপলাইনে আছে। গত ১০ থেকে ১২ দিনে দেশে আড়াই কোটি জনগণকে টিকা দেওয়া হয়েছে। দেশের ১৩ কোটি মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ১১ কোটি মানুষ। 
 
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড-ইডিসিএলকে ভ্যাকসিন তৈরির নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশে ভ্যাকসিন তৈরি করা সম্ভব। এ জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত