Ajker Patrika

রাজশাহীর বিএনপি নেতা চাঁদ এবার কিশোরগঞ্জ কারাগারে

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ০৪
রাজশাহীর বিএনপি নেতা চাঁদ এবার কিশোরগঞ্জ কারাগারে

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের (৬২) বিরুদ্ধে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় আদালতে হাজির করে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। আজ সোমবার সকালে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুল আমিনের আদালতে হাজির করে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরে তাঁকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ মে আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউনুস খান মামলাটি আমলে নিয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশ দিয়েছিলেন। পরে তাঁকে গতকাল রোববার কিশোরগঞ্জ জেলা কারাগারে আনা হয় এবং আজ সোমবার সকালে তাঁকে আদালতে হাজির করা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ পুঠিয়া এলাকায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে বক্তব্য দেন। আসামি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নেই, এখন এক দফা। তা হচ্ছে শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’ যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির জন্য মর্যাদাহানিকর এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এ ঘটনায় মামলার বাদী সংক্ষুব্ধ, মর্মাহত ও মানসিকভাবে আহত হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়। 

বাদীর আইনজীবী জেলার দ্রুত বিচারিক আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আতিকুল হক বুলবুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার কারণে রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বাদী হয়ে যে মামলা করেছিলেন, সেই মামলার আজ ধার্য তারিখ ছিল। তাঁকে আদালতে হাজির করা হয়েছিল এবং এই মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আজ থেকে এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আসামির আইনজীবী জালাল উদ্দিন বলেন, ‘আবু সাঈদ চাঁদ নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। এ কারণে তাঁর বিরুদ্ধে কিশোরগঞ্জে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। আজ ওই মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে এই বিষয়ে সারা দেশে ২৬টি মামলা হয়েছে। আমরা আগামীকাল মঙ্গলবার তাঁর জামিন চাইব। আশা করছি, আইন অনুযায়ী তাঁকে জামিন দেওয়া হবে।’

এই আইনজীবী আরও বলেন, ‘দেশের প্রচলিত আইন হলো যে, একটি ঘটনায় একটির বেশি মামলা হতে পারে না। কিন্তু তাঁর বিরুদ্ধে ২৬টি মামলা হয়েছে। হাইকোর্টের রুলিং আছে, এক ব্যক্তিকে এক বিষয়ে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো যায় না। কিন্তু এখন আর সেসব মানা হচ্ছে না। তার ওপর তিনি বয়স্ক মানুষ। তাঁর কিডনি ড্যামেজ। তার পরও তাঁকে আইনি সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। আমরা আশা করি, মঙ্গলবারই তাঁর জামিন মঞ্জুর হবে।’

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের নির্দেশে আমরা মামলাটি রুজু করি। মামলাটি তদন্তাধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত