Ajker Patrika

সিরাজদিখানে প্রায় ৩ হাজার ফুট বৈদ্যুতিক তারসহ ট্রাকচালক আটক

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিৎ
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১১: ৪৫
সিরাজদিখানে প্রায় ৩ হাজার ফুট বৈদ্যুতিক তারসহ ট্রাকচালক আটক

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ২ হাজার ৯৮৪ ফুট বৈদ্যুতিক তারসহ ট্রাকচালক সুমন শেখকে (৪০) আটক করেছে টহল পুলিশ। এ সময় চোরাই কাজে ব্যবহৃত লোহার রড কাটার যন্ত্র, হ্যাক্সো ব্লেড পাঁচটি ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী কেমিক্যাল বিসিক এলাকার চলমান বিদ্যুৎ ৩৩ কেবি লাইনের বাবুবাড়ি মোড়ে টহলরত পুলিশ একটি বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখে। পরে ওই ট্রাকচালককে ট্রাক থেকে নামতে বললে তিনি ট্রাক থেকে নেমেই দৌড় দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ৬ স্প্যান বৈদ্যুতিক তার ও ট্রাকচালক সুমনকে আটক করা হয়। 

পরে শেখরনগর তদন্তকেন্দ্রে ট্রাকসহ সুমনকে থানায় নিয়ে যায় পুলিশ। সুমন ঠাকুরগাঁও সদর উপজেলার আচকা ডাশা গ্রামের বাসিন্দা। এ বিষয়ে কালিশাল সুখের ঠিকানা এলাকায় নিমতলা সাব জোনাল অফিসের লাইনম্যান মো. আল-আসুন সবুজ বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। 

নিমতলা সাব জোনাল অফিসের লাইনম্যান মো. আল-আসুন সবুজ বলেন, সুমন চিত্রকোট বাবুবাড়ির মোড়ে রড কাটার যন্ত্র ও হ্যাক্সো ব্লেড দিয়ে কেটে ৬ স্প্যান বৈদ্যুতিক তার (২৫ বান্ডিল) ট্রাকে তোলে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা চার-পাঁচ জন তার ও ট্রাকচালককে রেখে দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ ট্রাকসহ সুমনকে আটক করে থানায় নিয়ে যায়। 

শেখরনগর তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন বলেন, চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী কেমিক্যাল বিসিক এলাকার চলমান বিদ্যুৎ ৩৩ কেবি লাইনের বাবুবাড়ি মোড়ে টহলরত পুলিশ একটি বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ৬ স্প্যান বৈদ্যুতিক তার ও ট্রাকচালক সুমনকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত