Ajker Patrika

জামিন পেয়েছেন বগুড়ার তুফান সরকার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২০: ১২
জামিন পেয়েছেন বগুড়ার তুফান সরকার 

অর্থ পাচার মামলায় বগুড়ার বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর আগে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। তবে এই জামিনের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
 
গত বছরের ২৯ অক্টোবর এ মামলা করেন সিআইডির উপপরিদর্শক মো. সফিউল আলম। মামলায় মাদক ব্যবসার মাধ্যমে ৩৩ লাখ ৩৪ হাজার টাকা স্থানান্তর ও রূপান্তর করার অভিযোগ আনা হয়। তুফান সরকারের আইনজীবী রফিকুল ইসলাম সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘তুফানের বিরুদ্ধে আরও মামলা রয়েছে। সব কটিতেই তিনি জামিনে আছেন কি না, সেটি আমার জানা নেই। আর তাঁর বিরুদ্ধে মূল মামলা হচ্ছে ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতন। দুদকের মামলাগুলো পরে দায়ের করা হয়েছে।’
 
এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের করা অপর একটি মামলায় গত বছরের ১৬ নভেম্বর তাঁকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। ওই মামলার অভিযোগে বলা হয়, আসামি তুফান সরকারের আয়ের কোনো উৎস ছিল না। তিনি আয়কর রিটার্নে ১ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮৮৫ টাকা দেখান। দুদকের নোটিশে সম্পদের সঠিক হিসাব দেননি তুফান। পরে দুদক ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর থানায় মামলা করে।
 
ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতন করে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় করা মামলায় ২০১৭ সালের ২৯ জুলাই থেকে কারাগারে আছেন বগুড়ায় শ্রমিক লীগ থেকে বহিষ্কৃত তুফান সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত