জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় এক ছাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নতুন কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আফসানা রাচি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থী ছিলন। তিনি বীরপ্রতীক তারামন বিবি হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
আফসানাদের গ্রামের বাড়ি শেরপুরের নকলা উপজেলায়। তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁরা সপরিবারে ঢাকায় থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আফসানা রাচি নতুন কলা ভবনের সামনে রাস্তা পার হচ্ছিলেন। তখন ডেইরি গেটের দিক থেকে ব্যাটারিচালিত একটি রিকশা এসে সজোরে ধাক্কা দেয় তাকে। এতে গুরুতর আহত হন তিনি। তাঁকে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাভার এনাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রাকিব আল মাহমুদ শুভ আজকের পত্রিকাকে বলেন, ‘তাকে (আফসানা রাচি) এখানে নিয়ে আসা হলে শারীরিকভাবে কোনো সাড়া ছিল না। পরে ইসিজি করা হলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ -উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘একজন শিক্ষার্থী যে একমাস আগে বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে এসেছে তার এই স্বপ্নের মৃত্যু খুবই দুঃখজনক। এরকমভাবে কারও মৃত্যুই কাম্য নয়। আমরা শোকাহত। নিহত শিক্ষার্থীর পরিবারের সাথে কথা হয়েছে।’
ঘটনার সঙ্গে জড়িত রিকশাচালককে শনাক্ত করার প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি।"
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় এক ছাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নতুন কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আফসানা রাচি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থী ছিলন। তিনি বীরপ্রতীক তারামন বিবি হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
আফসানাদের গ্রামের বাড়ি শেরপুরের নকলা উপজেলায়। তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁরা সপরিবারে ঢাকায় থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আফসানা রাচি নতুন কলা ভবনের সামনে রাস্তা পার হচ্ছিলেন। তখন ডেইরি গেটের দিক থেকে ব্যাটারিচালিত একটি রিকশা এসে সজোরে ধাক্কা দেয় তাকে। এতে গুরুতর আহত হন তিনি। তাঁকে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাভার এনাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রাকিব আল মাহমুদ শুভ আজকের পত্রিকাকে বলেন, ‘তাকে (আফসানা রাচি) এখানে নিয়ে আসা হলে শারীরিকভাবে কোনো সাড়া ছিল না। পরে ইসিজি করা হলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ -উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘একজন শিক্ষার্থী যে একমাস আগে বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে এসেছে তার এই স্বপ্নের মৃত্যু খুবই দুঃখজনক। এরকমভাবে কারও মৃত্যুই কাম্য নয়। আমরা শোকাহত। নিহত শিক্ষার্থীর পরিবারের সাথে কথা হয়েছে।’
ঘটনার সঙ্গে জড়িত রিকশাচালককে শনাক্ত করার প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি।"
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
১৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৩২ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৩৩ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে