Ajker Patrika

দুবছর ধরে স্বপ্নে সাপের তাড়া, ৩ মন্দিরে ভাঙচুর: পুলিশ

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৫: ৩৯
দুবছর ধরে স্বপ্নে সাপের তাড়া, ৩ মন্দিরে ভাঙচুর: পুলিশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় তিনটি মন্দির ভাঙচুরের ঘটনায় এক হিন্দু ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তিকে স্বপ্নে সাপ তাড়া করায় তিনি হ্যালুসিনেশনে ভুগে মনসার মূর্তিসহ তিনটি মন্দিরের কয়েকটি মূর্তি ভাঙচুর করেছেন বলে পুলিশ জানিয়েছে। 

আজ দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. শাহজাহান। গতকাল রাত ২টায় উপজেলার চুয়াল্লিশের মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

ওই ব্যক্তির নাম—সনাতন মালো ওরফে সোনাই (৪৫)। তিনি আলফাডাঙ্গা উপজেলা সদরের নিতাই মালোর ছেলে। 

পুলিশ জানায়, গত শনিবার আলফাডাঙ্গায় তিনটি মন্দিরের বিভিন্ন মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে। এর মধ্যে উপজেলা সদরের কুসুমদী শ্রী শ্রীবিষ্ণু পাগলের আশ্রম মন্দিরে শিব মূর্তির মুখমণ্ডল, দুর্গা, সরস্বতী ও লক্ষ্মীর মুখমণ্ডল; শ্রী শ্রী দামোদর আখড়ার মন্দিরে-নারায়ণ মূর্তির মুখ মন্ডল ও শিবের লিঙ্গ এবং কেন্দ্রীয় হরিমন্দিরের মহাদেব, দুর্গা, সরস্বতী ও মনসা মূর্তি ভাঙচুর করা হয়। এ ঘটনায় কুসুমদী শ্রী শ্রীবিষ্ণু পাগলের আশ্রম মন্দিরের সভাপতি ননী গোপাল স্বর্ণকার আলফাডাঙ্গায় থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ওই মন্দিরের সিসি ক্যামেরা যাচাই করে এবং এলাকাবাসীর সহায়তায় সনাতন মালো ওরফে সোনাইকে (৪৫) শনাক্ত করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির বরাত দিয়ে পুলিশ সুপার মো. শাহজাহান জানান, গত দুই বছর যাবৎ সাপ ওই ব্যক্তিতে তাড়া করে বেড়াচ্ছিল। হ্যালুসিনেশন সমস্যায় ভুগছিলেন। স্বপ্নে তাকে সাপ কামড়াতে আসে, তিনি ঘাড় থেকে সাপ সরিয়ে দেন। তার মনের ভেতর হ্যালুসিনেশন কাজ করে যে, এই সাপ তাকে খুব যন্ত্রণা দেয়। তাই বিভিন্ন পূজা মণ্ডপে যে সকল মূর্তির সঙ্গে শিব মূর্তি আছে, সেগুলোর মুখমণ্ডল হাত দিয়ে ভেঙে ফেলেন। কারণ, শিবের গলায় সাপ জড়ানো থাকে। পাশাপাশি মূর্তির সঙ্গে মাটির তৈরি যে সাপ থাকে সেটাও ভেঙে ফেলেন। 

তিনি আরও জানান, বিষ্ণু পাগলের মন্দিরে রক্ষিত দুর্গা, সরস্বতী, লক্ষ্মীর যে প্রতিমা আছে সেগুলো আসল না এবং তারাও সাপের রূপ ধারণ করে তাঁকে ভয় দেখায়। এ কারণে ওই মূর্তিগুলোর মুখ তিনি ভেঙে দিয়েছেন বলে গ্রেপ্তার ব্যক্তি জানিয়েছেন। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হুসাইন, শৈলেন চাকমা, শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত