Ajker Patrika

কলাবাগান মাঠে দুর্গাপূজার অনুমতি দিচ্ছে না দক্ষিণ সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কলাবাগান মাঠে দুর্গাপূজার অনুমতি দিচ্ছে না দক্ষিণ সিটি করপোরেশন

আবেদন করেও আগামী ১১ অক্টোবর থেকে ৫ দিন কলাবাগান মাঠে পূজা করার অনুমতি পাচ্ছেন না ধানমন্ডি সর্বজনীন পূজা উদ্যাপন কমিটি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম তাঁদের দুই দিনের পূজা পালনের অনুমতি দিলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তাঁদের অনুমতি দিচ্ছে না। 

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতারা এমনই অভিযোগ করেন। এ সময় ধানমন্ডির সর্বজনীন পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রকৌশলী শৈলেন্দ্র নাথ সাহা, সাধারণ সম্পাদক সমেন সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জয়ন্ত সেন দিপুসহ উদ্যাপন কমিটির নেতারা বক্তব্য রাখেন। 

নেতারা জানান, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরও বাংলাদেশে পূজা উদ্যাপনের অনুমতি না পাওয়া দুঃখজনক। দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র অনুমতি না দিলে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন তাঁরা। 

সংগঠনের সাধারণ সম্পাদক সমেন সাহা আজকের পত্রিকাকে জানান, গত ১৪ বছর কলাবাগান মাঠে পূজা করে আসছেন তাঁরা। তাই দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র অনুমতি না দিলেও যেকোনোভাবে ১১ অক্টোবর থেকে কলাবাগান মাঠে পূজা উদ্যাপন করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত