Ajker Patrika

ভুলুয়া নদী দখলমুক্ত করে পানি প্রবাহ নিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ২২
ভুলুয়া নদী দখলমুক্ত করে পানি প্রবাহ নিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের

নোয়াখালী ও লক্ষ্মীপুরে পানিবন্দী মানুষের সুরক্ষায় ভুলুয়া নদী দখলমুক্ত করে পানি প্রবাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রিটকারী আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান বলেন, লক্ষ্মীপুর-নোয়াখালীর ভুলুয়া নদীসহ সকল খাল দখলে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। 

একইসঙ্গে লক্ষ্মীপুর-নোয়াখালীর জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন আদেশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ভুলুয়া নদীর অবৈধ দখলের বিষয়ে তদন্ত শুরু করতে এবং ১০ কর্মদিবসের মধ্যে দখল উচ্ছেদ করে ভুলুয়া নদীর পানি প্রবাহ নিশ্চিত করে হাইকোর্টে প্রতিবেদন দিতে।

এর আগে ভুলুয়া নদীর দখল ও অব্যবস্থাপনায় লক্ষ্মীপুর এবং নোয়াখালীর লাখো মানুষের পানিবন্দী নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদন যুক্ত করে ৪ সেপ্টেম্বর জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান রিটটি করেন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৌকীর-বিপাশা বিদেশে স্থায়ী হয়েছেন যে কারণে

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

সখীপুরে বনপ্রহরীদের ওপর হামলা: ইউপি সদস্য, বিএনপি নেতাসহ ৭ জনের নামে মামলা

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত