Ajker Patrika

মামার বিয়ে শেষে বাড়ি ফেরা হলো না জিসানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৩: ৫০
মামার বিয়ে শেষে বাড়ি ফেরা হলো না জিসানের

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় জিসান হোসেন বাঁধন (১৪) নামে এক মাদ্রাসাশিক্ষার্থী নিহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জিসান ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার বাবুল মিয়ার ছেলে। চার ভাইয়ের মধ্যে সবার বড় ছিল জিসান।

জিসানের বড় মামা মো. সোহাগ জানান, জিসান গ্রামের একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ত। ছোট মামা অপুর বিয়ের অনুষ্ঠানে গাজীপুরে গিয়েছিল সে। অনুষ্ঠান শেষে আজ সকালে ছোট মামা ও মামির সঙ্গে একটি মাইক্রোবাসে করে ঢাকার সদরঘাটে যাচ্ছিল গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পথে কুড়িল বিশ্বরোড এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে রেললাইনের পাশে যায় জিসান। হঠাৎ একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায় জিসান। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয় জিসান। পরে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত