Ajker Patrika

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন দিল বেবিচক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন দিল বেবিচক

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্মকর্তা-কর্মচারীগণের এক দিনের বেতন এবং নিজস্ব ফান্ড থেকে এক কোটি টাকা জমা দিয়েছে বেবিচক। আজ রোববার বেবিচক থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সব এলাকার বন্যা পীড়িত মানুষ ভয়াবহ দুর্বিষহ জীবন যাপন করছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বেবিচক।

বেবিচক এর কর্মকর্তা-কর্মচারীগণের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রায় ২২ লাখ টাকা এবং বোর্ড মেম্বারদের সর্বসম্মতিক্রমে নিজস্ব ফান্ড থেকে আরও এক কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।

এছাড়াও, বেবিচকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণের যৌথ উদ্যোগে সংগৃহীত নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাদ্যদ্রব্য, ওষুধপত্র এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও সংগ্রহের কাজ চলমান রয়েছে। এ ক্ষেত্রে বেবিচক এর সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণের ব্যাপক সাড়া পাওয়া যায়।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন দিয়েছে বেবিচক কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীতএই উদ্যোগের মাধ্যমে বেবিচক কর্তৃপক্ষ তাদের সহমর্মিতা প্রকাশ করেছে এবং দেশের সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত