Ajker Patrika

রাজধানীতে জমা না দেওয়া অবৈধ অস্ত্র জব্দ করেছে সিটিটিসি

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৫: ৪৪
জব্দকৃত অস্ত্র ও কার্তুজ। ছবি: আজকের পত্রিকা
জব্দকৃত অস্ত্র ও কার্তুজ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি অবৈধ শটগান ও ৬৩টি লিডবল কার্তুজ উদ্ধার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। গতকাল বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুর থানার উত্তর সুলতানগঞ্জ জাফরাবাদ মসজিদ রোডের একটি বাসা থেকে এ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদপুর থানার উত্তর সুলতানগঞ্জ জাফরাবাদ মসজিদ রোডের জনৈক আবুল কাশেম খান তাঁর লাইসেন্সকৃত পয়েন্ট ১২ বোর শটগানটি সরকারি নির্দেশনা অনুযায়ী থানায় জমা না দিয়ে, অবৈধভাবে নিজ হেফাজতে রেখেছেন বলে খবর আসে। পরে এই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শটগান ও লিডবল কার্তুজ উদ্ধার করা হয়।

আরও জানানো হয়, উদ্ধারকৃত শটগান এবং ৬৩টি লিডবল কার্তুজ উদ্ধারপূর্বক জব্দ করে মোহাম্মদপুর থানায় জমা করা হয়েছ। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে আগ্নেয়াস্ত্র জমা না করলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত