শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচরে ঝড়-বৃষ্টির মধ্যে সড়কের পাশে পড়ে থাকা দেড় বছর বয়সী শিশুটির পরিবারের সন্ধান পাওয়া গেছে। শিশুটির মা মানসিক ভারসাম্যহীন রোগী। শনিবার সন্ধ্যায় শিশুটিকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে শিশুটিকে ফেলেই বাড়ি ফিরে যান মা। ওই সময় শিবচরের যাদুয়ারচর ব্রীজ সংলগ্ন রাস্তার পাশে বৃষ্টির মধ্যে বসা ছিল শিশুটি! পথচারীরা ঝড়-বৃষ্টির মধ্যে শিশুটিকে দেখে পরিবারের খোঁজ করতে থাকে। পরে না পেয়ে শিবচর থানায় পুলিশের হেফাজতে দেয়।
শিবচর থানা সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধান চেয়ে পোস্ট দেওয়ার পর রোববার (১৮ মে) রাত ১০ টার দিকে শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যায়। পরিবারের লোকজন থানায় ছুটে আসে। এরপর শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম জানান, শিশুটির পরিবারের সন্ধান পাওয়া গেছে। পরিবারের সদস্যদের কাছে শিশুটিকে হস্তাস্তর করা হয়েছে। শিশুটির মা মানসিক ভারসাম্যহীন।
উল্লেখ্য, শনিবার রাত সাড়ে দশটার দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এমন সময় শিবচরের যাদুয়ারচর ব্রীজের কাছে সড়কে বৃষ্টিতে ভিজতে থাকা অবস্থায় শিশুটিকে দেখতে পায় পথচারীরা। পরে শিশুটির আশেপাশে কেউ আছে কিনা খোঁজ নিলে কাউকে না পেয়ে শিশুটিকে উদ্ধার করে শিবচর থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। এদিকে ঝড়ের রাতে নির্জন রাস্তায় বৃষ্টির মধ্যে শিশুটিকে হামাগুড়ি অবস্থায় দেখতে পেয়ে অনেকের মধ্যেই বিস্ময় জাগে! রোববার রাত ৯ টার দিকে মাসহ পরিবারের সদস্যরা এসে শিশুটিকে নিয়ে যায়।
শিবচরে ঝড়-বৃষ্টির মধ্যে সড়কের পাশে পড়ে থাকা দেড় বছর বয়সী শিশুটির পরিবারের সন্ধান পাওয়া গেছে। শিশুটির মা মানসিক ভারসাম্যহীন রোগী। শনিবার সন্ধ্যায় শিশুটিকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে শিশুটিকে ফেলেই বাড়ি ফিরে যান মা। ওই সময় শিবচরের যাদুয়ারচর ব্রীজ সংলগ্ন রাস্তার পাশে বৃষ্টির মধ্যে বসা ছিল শিশুটি! পথচারীরা ঝড়-বৃষ্টির মধ্যে শিশুটিকে দেখে পরিবারের খোঁজ করতে থাকে। পরে না পেয়ে শিবচর থানায় পুলিশের হেফাজতে দেয়।
শিবচর থানা সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধান চেয়ে পোস্ট দেওয়ার পর রোববার (১৮ মে) রাত ১০ টার দিকে শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যায়। পরিবারের লোকজন থানায় ছুটে আসে। এরপর শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম জানান, শিশুটির পরিবারের সন্ধান পাওয়া গেছে। পরিবারের সদস্যদের কাছে শিশুটিকে হস্তাস্তর করা হয়েছে। শিশুটির মা মানসিক ভারসাম্যহীন।
উল্লেখ্য, শনিবার রাত সাড়ে দশটার দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এমন সময় শিবচরের যাদুয়ারচর ব্রীজের কাছে সড়কে বৃষ্টিতে ভিজতে থাকা অবস্থায় শিশুটিকে দেখতে পায় পথচারীরা। পরে শিশুটির আশেপাশে কেউ আছে কিনা খোঁজ নিলে কাউকে না পেয়ে শিশুটিকে উদ্ধার করে শিবচর থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। এদিকে ঝড়ের রাতে নির্জন রাস্তায় বৃষ্টির মধ্যে শিশুটিকে হামাগুড়ি অবস্থায় দেখতে পেয়ে অনেকের মধ্যেই বিস্ময় জাগে! রোববার রাত ৯ টার দিকে মাসহ পরিবারের সদস্যরা এসে শিশুটিকে নিয়ে যায়।
ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তির ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা-পুলিশ। সড়কে ছড়িয়ে-ছিটিয়ে ছিল মরদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ।
০১ জানুয়ারি ১৯৭০চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়া হাটসংলগ্ন একটি দৃষ্টিনন্দন পার্কের জায়গায় একসনা বন্দোবস্ত নিয়ে দোকান নির্মাণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।
৯ মিনিট আগেনিবন্ধন না থাকলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, ‘সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে দলটি নির্বাচন করতে পারবে না,
১৪ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি পোশাক তৈরি কারখানায় ঈদের ছুটি বৃদ্ধি ও কয়েক কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে কর্তৃপক্ষ কারখানা দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।
১৭ মিনিট আগে