Ajker Patrika

ঝড়ের মধ্যে পথে পাওয়া শিশুটির পরিবারের সন্ধান মিললো

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিবচরে ঝড়-বৃষ্টির মধ্যে সড়কের পাশে পড়ে থাকা দেড় বছর বয়সী শিশুটির পরিবারের সন্ধান পাওয়া গেছে। শিশুটির মা মানসিক ভারসাম্যহীন রোগী। শনিবার সন্ধ্যায় শিশুটিকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে শিশুটিকে ফেলেই বাড়ি ফিরে যান মা। ওই সময় শিবচরের যাদুয়ারচর ব্রীজ সংলগ্ন রাস্তার পাশে বৃষ্টির মধ্যে বসা ছিল শিশুটি! পথচারীরা ঝড়-বৃষ্টির মধ্যে শিশুটিকে দেখে পরিবারের খোঁজ করতে থাকে। পরে না পেয়ে শিবচর থানায় পুলিশের হেফাজতে দেয়।

শিবচর থানা সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধান চেয়ে পোস্ট দেওয়ার পর রোববার (১৮ মে) রাত ১০ টার দিকে শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যায়। পরিবারের লোকজন থানায় ছুটে আসে। এরপর শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম জানান, শিশুটির পরিবারের সন্ধান পাওয়া গেছে। পরিবারের সদস্যদের কাছে শিশুটিকে হস্তাস্তর করা হয়েছে। শিশুটির মা মানসিক ভারসাম্যহীন।

উল্লেখ্য, শনিবার রাত সাড়ে দশটার দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এমন সময় শিবচরের যাদুয়ারচর ব্রীজের কাছে সড়কে বৃষ্টিতে ভিজতে থাকা অবস্থায় শিশুটিকে দেখতে পায় পথচারীরা। পরে শিশুটির আশেপাশে কেউ আছে কিনা খোঁজ নিলে কাউকে না পেয়ে শিশুটিকে উদ্ধার করে শিবচর থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। এদিকে ঝড়ের রাতে নির্জন রাস্তায় বৃষ্টির মধ্যে শিশুটিকে হামাগুড়ি অবস্থায় দেখতে পেয়ে অনেকের মধ্যেই বিস্ময় জাগে! রোববার রাত ৯ টার দিকে মাসহ পরিবারের সদস্যরা এসে শিশুটিকে নিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকে সেনা সদরের প্রতিনিধিদল

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত