উত্তরা (ঢাকা) প্রতিনিধি
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়ার ব্যাংকের ভেতর কৌশলে স্বর্ণের বার লুকিয়ে পাচারের চেষ্টাকালে মো. রাজু নামে একজন শুভেচ্ছাকর্মীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ।
বিমানবন্দরের অ্যারাইভাল কনকোর্স হলের সামনে থেকে আজ শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বিকেলে এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এতথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার হওয়া রাজু ‘মিট অ্যান্ড গ্রিট’ নামে একটি বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের শুভেচ্ছার সিনিয়র কাস্টমার রিপ্রেজেনটেটিভ হিসাবে কর্মরত ছিলেন। বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘যাত্রীদের সাহায্য করার আড়ালে সোনা চোরাচালানের সময় মিট অ্যান্ড গ্রিট সেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠানের শুভেচ্ছাকর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ১ কোটি ২২ লাখ টাকা মূল্যের ১ কেজি ২৭৬ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।’
তিনি বলেন, ‘রাজুর অযাচিত মুভমেন্ট এবং প্রশ্নবিদ্ধ আচরণে সন্দেহ হয় পুলিশের। রাজুকে ১ নম্বর লাগেজ বেল্টের কাছে টয়লেটে প্রবেশ করতে দেখা যায়। একই সঙ্গে সেখানে যাত্রীদের সঙ্গে কোনো কিছু বিনিময় করেন বলেও সন্দেহ করা হয়। পরবর্তীতে অ্যারাইভাল কনকোর্স হলের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে আর্মড পুলিশের অফিসে এনে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তল্লাশি শেষে কালো রং এর পাওয়ার ব্যাংকের ভেতর থেকে ১০টি এবং রাজুর পকেট থেকে ১টি সোনার বার পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরও বলেন, জিজ্ঞাসাবাদে রাজু জানায় দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে এসব সোনা বার নিয়েছেন তিনি। এর বিনিময়ে তাকে খুশি করে দেওয়া হবে বলে জানায় পাচারকারীরা। মোবাইলে সোনা পাচারকারী চক্রের সদস্যরা প্রথমে রাজুর সঙ্গে যোগাযোগ করে, কাজ শেষে তাকে পাওনা বুঝিয়ে খুশি করে দেওয়া হবে বলে কথা দেয় তারা।
এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে রাজুর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়ার ব্যাংকের ভেতর কৌশলে স্বর্ণের বার লুকিয়ে পাচারের চেষ্টাকালে মো. রাজু নামে একজন শুভেচ্ছাকর্মীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ।
বিমানবন্দরের অ্যারাইভাল কনকোর্স হলের সামনে থেকে আজ শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বিকেলে এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এতথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার হওয়া রাজু ‘মিট অ্যান্ড গ্রিট’ নামে একটি বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের শুভেচ্ছার সিনিয়র কাস্টমার রিপ্রেজেনটেটিভ হিসাবে কর্মরত ছিলেন। বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘যাত্রীদের সাহায্য করার আড়ালে সোনা চোরাচালানের সময় মিট অ্যান্ড গ্রিট সেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠানের শুভেচ্ছাকর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ১ কোটি ২২ লাখ টাকা মূল্যের ১ কেজি ২৭৬ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।’
তিনি বলেন, ‘রাজুর অযাচিত মুভমেন্ট এবং প্রশ্নবিদ্ধ আচরণে সন্দেহ হয় পুলিশের। রাজুকে ১ নম্বর লাগেজ বেল্টের কাছে টয়লেটে প্রবেশ করতে দেখা যায়। একই সঙ্গে সেখানে যাত্রীদের সঙ্গে কোনো কিছু বিনিময় করেন বলেও সন্দেহ করা হয়। পরবর্তীতে অ্যারাইভাল কনকোর্স হলের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে আর্মড পুলিশের অফিসে এনে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তল্লাশি শেষে কালো রং এর পাওয়ার ব্যাংকের ভেতর থেকে ১০টি এবং রাজুর পকেট থেকে ১টি সোনার বার পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরও বলেন, জিজ্ঞাসাবাদে রাজু জানায় দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে এসব সোনা বার নিয়েছেন তিনি। এর বিনিময়ে তাকে খুশি করে দেওয়া হবে বলে জানায় পাচারকারীরা। মোবাইলে সোনা পাচারকারী চক্রের সদস্যরা প্রথমে রাজুর সঙ্গে যোগাযোগ করে, কাজ শেষে তাকে পাওনা বুঝিয়ে খুশি করে দেওয়া হবে বলে কথা দেয় তারা।
এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে রাজুর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
২৪ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে