Ajker Patrika

১৬ দিনে ডেঙ্গু রোগী ৩ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৬ দিনে ডেঙ্গু রোগী ৩ হাজার ছাড়াল

অক্টোবরের মাঝামাঝিতেও দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। আজ শনিবার সকল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা প্রায় দু শ রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসের ১৬ দিনে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩ হাজারের বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৬ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৩ হাজার ৪ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৮৩ জন। তাঁদের মধ্যে ঢাকায় ১৪১ জন এবং বাইরে ৪২ জন। এ সময়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ শনিবার পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২১ হাজার ২০১ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ২৪৯ জন। এ সময়ে মারা গেছেন ৮৩ জন। ডেঙ্গুতে আক্রান্ত বর্তমানে মোট রোগী ভর্তি আছেন ৮৬৯ জন। তাঁদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি ৬৮৮ জন। অন্যত্র ১৮১ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ২০ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, ঢাকা শিশু হাসপাতালে ৭ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৯ জন, টিবি হাসপাতালে একজন, মুগদা জেনারেল হাসপাতালে দুইজন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একজনসহ মোট ৬৫ জন। এই ৬৫ জন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বৃষ্টিপাত না কমা পর্যন্ত দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমবে না বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদেরা। বৃষ্টি হওয়ার দুই সপ্তাহ পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকে বলে জানাচ্ছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত