Ajker Patrika

বুড়িগঙ্গার পাড় দিয়ে ছয় লেনের সড়ক নির্মাণ হবে: তাপস

মিটফোর্ড (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৯: ৫৪
বুড়িগঙ্গার পাড় দিয়ে ছয় লেনের সড়ক নির্মাণ হবে: তাপস

miDঐতিহ্যবাহী স্থান দখলমুক্ত করে যানজট নিরসনের পরিকল্পনা এবং বুড়িগঙ্গা সংরক্ষণের মাধ্যমে ঢাকার সৌন্দর্য বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে। এ ছাড়াও বুড়িগঙ্গার পাশ দিয়ে ছয় লেনের একটি রাস্তা তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার সকাল ১১টায় মৎস্য ভবন মোড় সংলগ্ন ফুটওভার ব্রিজ উদ্বোধন করার পর বেলা ১টায় আহসান মঞ্জিল ও রূপলাল হাউস সংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীর পরিদর্শন শেষে এসব কথা বলেন মেয়র। 

মেয়র তাপস বলেন, আমাদের রয়েছে বুড়িগঙ্গার পাশে অসংখ্য ঐতিহ্যবাহী স্থাপনা। আমরা ঢাকার ঐতিহ্য পুনরুদ্ধার করব। আমি আমার নির্বাচনী ইশতেহারে বলেছিলাম ঢাকার ঐতিহ্য সংরক্ষণ করতে হবে, সৌন্দর্য প্রস্ফুটিত করতে হবে। এরই মধ্যে অনেকগুলো ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করেছি, অনেক পরিত্যক্ত জায়গাকে পার্কে রূপান্তর করেছি। জনগণ ও পর্যটকদের জন্য দৃশ্যমান একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করার কাজ প্রতিনিয়ত করে যাচ্ছি। ঐতিহ্যবাহী স্থাপনা লালকুঠি সংস্কারের কাজ শুরু করেছি। বুড়িগঙ্গা থেকে আমাদের ঐতিহ্যবাহী স্থাপনা আহসান মঞ্জিল দেখার কোনো সুযোগ নেই। কেননা নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে অসংখ্য অবৈধ স্থাপনা। সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ। 

মেয়র বলেন, বিআইডব্লিউটিএ বিভিন্ন ঘাট বানিয়ে দখল করে রেখেছে নদীর তীর। এর আগেও আমি রুপলাল হাউসের ভেতর পরিদর্শন করেছি, আজকেও দেখেছি। এরই মধ্যে জেলা প্রশাসন ও গণপূর্তকে চিঠি দিয়েছি রুপলাল হাউস আমাদের কাছে স্থানান্তর করার জন্য। নদীর পাড় পর্যন্ত বিশাল আয়তনের রুপার হাউস আজ অবৈধভাবে দখল হয়ে আছে। খুব শিগগিরই আমরা তা দখল মুক্ত করব। তা ছাড়াও আজকে ২৫ নং ওয়ার্ডে একটা বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধন করেছি। দেশের ঐতিহ্য সংরক্ষণ করে, দূষণমুক্ত রাজধানী গড়তে সকল ধরনের কার্যক্রম হাতে নিয়েছি। খুব শিগগিরই বুড়িগঙ্গার পাশ দিয়ে ছয় লেনের একটি রাস্তা তৈরি করব, যা সদরঘাটের যানজট নিরসনে অগ্রণী ভূমিকা পালন করবে। বসিলা থেকে শুরু হবে সেই রাস্তার কাজ। আমাদের লক্ষ্য এ বছরের মধ্যে ৭৫টি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন করব। এরই মধ্যে ৩৭টি সম্পূর্ণ হয়েছে। 

এ ছাড়াও বুড়িগঙ্গার পাড় দিয়ে যাতায়াত ব্যবস্থা, বিনোদনমূলক নান্দনিক পার্ক, হাঁটার ব্যবস্থা, খেলার মাঠ, সাইকেল চালানো এবং ঘোড়ার গাড়ি চলার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন মেয়র। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত