Ajker Patrika

পার্বত্য তিন জেলার ১৩০ অবৈধ ইটভাটা অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পার্বত্য তিন জেলার ১৩০ অবৈধ ইটভাটা অপসারণের নির্দেশ

খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির ১৩০ অবৈধ ইটভাটা ৬ সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন দিনের মধ্যে ইটভাটা নিয়ন্ত্রণ আইনের ১৪ ও ১৯ ধারা অনুসরণ করে এসব অবৈধ ইটভাটার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন আদালত।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের বেঞ্চ এই আদেশ দেন।

আদেশের পর আইনজীবী মনজিল মোরসেদ বলেন, পার্বত্য তিন জেলার বিভিন্ন ইটভাটা লাইসেন্স ছাড়া চলছে। এসব ভাটায় পাহাড় কাটা মাটি কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভাটার জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে বনের গাছ। এসব বিষয় নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে তা যুক্ত করে রিট করা হয়।

এর আগে পার্বত্য চট্টগ্রামের ওই তিন জেলার সব অবৈধ ইটভাটা সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। একই সঙ্গে অবৈধ ইটভাটার তালিকা দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত