Ajker Patrika

উত্তরায় ৪০৬ ক্যান বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৫: ৪১
উত্তরায় ৪০৬ ক্যান বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় ৪০৬ ক্যান বিয়ারসহ ইকবাল হোসেন (৪৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। 

উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ওই মাদক কারবারিকে গ্রেপ্তারের পর আজ সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছে র‍্যাব-১০। 

ওই মাদক কারবারি হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 

এ বিষয়ে র‍্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এম জে সোহেল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরা থেকে ৪০৬ ক্যান বিয়ারসহ ইকবাল হোসেন নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা বিয়ারের মূল্য ২ লাখ ৮৪ হাজার ২০০ টাকা। 

মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি সোহেল বলেন, ইকবাল বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিয়ারসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর উত্তরাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। 

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সেই সঙ্গে তাঁকে উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা সোহেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত