Ajker Patrika

দেশের নয়, যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখছে অন্তর্বর্তী সরকার: গণতান্ত্রিক ছাত্র জোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ২০: ০৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শুক্রবার সমাবেশ করে গণতান্ত্রিক ছাত্র জোট। ছবি: আজকের পত্রিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শুক্রবার সমাবেশ করে গণতান্ত্রিক ছাত্র জোট। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থ না দেখে যুক্তরাষ্ট্রের স্বার্থ নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছে বামপন্থী ছাত্রসংগঠনের প্ল্যাটফর্ম গণতান্ত্রিক ছাত্র জোট। তাদের অভিযোগ, মার্কিনিদের স্বার্থে ভূরাজনীতিতে জড়িয়ে দেশকে ধীরে ধীরে হুমকির দিকে ঠেলে দিচ্ছে সরকার।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সাম্রাজ্যবাদবিরোধী এক সমাবেশে জোটের নেতারা এ মন্তব্য করেন।

তাঁরা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুচিকিৎসা ও খুনিদের বিচার করা, দেশটা গুছিয়ে আনা। তা না করে তারা দেশের বাণিজ্য, শিল্প, কৃষি ও জ্বালানিনীতি মার্কিন সাম্রাজ্যবাদের কথামতো বাস্তবায়ন করছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যা করত, এই সরকারও ঠিক তা-ই করছে।

সমাবেশে জোটের নেতারা দাবি করেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করেছেন; রক্ত দিয়েছেন ও জেল খেটেছেন। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও লড়াই চলবে। আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার শক্তিকে দমানোর জন্য মিথ্যা বয়ান তৈরি করা হচ্ছে।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য হারুন অর রশিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায় ও অ্যাকটিভিস্ট মার্জিয়া প্রভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত