টাঙ্গাইল প্রতিনিধি
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নত হবে। বাস্তবসম্মত এই বাজেট অপ্রতিরোধ্য গতিতে বাস্তবায়িত হবে। আমরা স্যাংশনকে ভয় পাই না। যেকোনো স্যাংশনই দিক, আমরা তা মোকাবিলার সামর্থ্য রাখি।’
আজ শুক্রবার সকালে টাঙ্গাইলের মধুপুরে বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মধুপুর রাণী ভবানী সরকারি উচ্চবিদ্যালয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ব্যবস্থাপনায় ১০০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই সেবা কার্যক্রম রাত ৯টা পর্যন্ত চলবে।
আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি বলে উচ্চাভিলাসী বাজেট। আমরা বলি শেখ হাসিনাই উচ্চাভিলাসী। শেখ হাসিনা বাংলাদেশকে আরও উচ্চ স্থানে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই বাস্তবসম্মত বাজেট তৈরি করেছেন।’
কৃষিমন্ত্রী বলেন, ‘এই বাজেট কৃষিবান্ধব বাজেট। বাজেটে কৃষি গবেষণা ও উন্নত জাতের বীজ ব্যবস্থাপনার জন্য ৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যাতে কৃষিনির্ভর এই বাংলাদেশের প্রত্যেক কৃষকের মুখে হাসি ফুটে ওঠে। শেখ হাসিনা বলেন, পেটে খাবার থাকলে মুখে হাসি থাকে। সেই হাসি ফোটানোর জন্যই কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’
এ সময় মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের পরিচালক মিজানুর রহমান, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সহসভাপতি মো. ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ প্রশাসনের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নত হবে। বাস্তবসম্মত এই বাজেট অপ্রতিরোধ্য গতিতে বাস্তবায়িত হবে। আমরা স্যাংশনকে ভয় পাই না। যেকোনো স্যাংশনই দিক, আমরা তা মোকাবিলার সামর্থ্য রাখি।’
আজ শুক্রবার সকালে টাঙ্গাইলের মধুপুরে বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মধুপুর রাণী ভবানী সরকারি উচ্চবিদ্যালয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ব্যবস্থাপনায় ১০০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই সেবা কার্যক্রম রাত ৯টা পর্যন্ত চলবে।
আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি বলে উচ্চাভিলাসী বাজেট। আমরা বলি শেখ হাসিনাই উচ্চাভিলাসী। শেখ হাসিনা বাংলাদেশকে আরও উচ্চ স্থানে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই বাস্তবসম্মত বাজেট তৈরি করেছেন।’
কৃষিমন্ত্রী বলেন, ‘এই বাজেট কৃষিবান্ধব বাজেট। বাজেটে কৃষি গবেষণা ও উন্নত জাতের বীজ ব্যবস্থাপনার জন্য ৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যাতে কৃষিনির্ভর এই বাংলাদেশের প্রত্যেক কৃষকের মুখে হাসি ফুটে ওঠে। শেখ হাসিনা বলেন, পেটে খাবার থাকলে মুখে হাসি থাকে। সেই হাসি ফোটানোর জন্যই কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’
এ সময় মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের পরিচালক মিজানুর রহমান, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সহসভাপতি মো. ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ প্রশাসনের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
১৭ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২০ মিনিট আগে