Ajker Patrika

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না সেনাসদস্যের  

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৩: ৫৯
ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না সেনাসদস্যের  

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেলের সঙ্গে ঢাকাগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে সেনাসদস্য ইমরান হোসেন (২০) নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে মাজড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন যশোরের বাঘারপাড়া উপজেলার দারাজহাটের মানিক মোল্লার ছেলে। তিনি ১০ পদাতিক ডিভিশনের ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন থেকে ৫ আরই ব্যাটালিয়ন পোস্তগোলায় কর্মরত ছিলেন।

জানা যায়, আজ সকালে ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ করার উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে যশোরের বাঘারপাড়া উপজেলার দারাজহাট গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন ইমরান হোসেন। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে মাজড়া নামক স্থানে পৌঁছালে ইমরান হোসেনের মোটরসাইকেলের সঙ্গে ঢাকাগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমরান হোসেনকে মৃত ঘোষণা করেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক প্রাইভেট কার হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। তবে প্রাইভেট কারের চালক পালিয়ে গেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রাম্প বরখাস্ত করেছেন শুনে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বললেন, উনি করার কে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

বিতর্কিত মন্তব্যে পাকিস্তানে জনপ্রিয় আলেম ইঞ্জিনিয়ার আলি মির্জা গ্রেপ্তার

হিজাব পরতে বাধার অভিযোগ সত্য নয়, দাবি বরখাস্ত ভিকারুননিসার শিক্ষিকার

শুল্ক বিরোধের মধ্যেও বিলিয়ন ডলারের চুক্তির পথে ভারত ও যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত