Ajker Patrika

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৪ 

মাদারীপুর প্রতিনিধি
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৪ 

মাদারীপুরের কালকিনিতে একটি হত্যা মামলার আসামি ধরতে গিয়ে আসামি পক্ষের লোকের হামলায় আহত হয়েছেন পলাশ কুমার দাস নামের এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় আজ সোমবার সকালে ৪ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যচর এলাকায় গতকাল রোববার রাত ১০টায় এ ঘটনা ঘটে। আহত পলাশ কালকিনি উপজেলার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত। এ সময় আসামি লাট্টু ব্যাপারী পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা। তিনি জানান, ওই এলাকার আল আমিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লাট্টু ব্যাপারীকে ধরতে মধ্যচর এলাকায় অভিযানে যান খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার দাস। এ সময় আসামিপক্ষের লোকজন পলাশ ও তাঁর ফোর্সের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে আসামির ছেলের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় পলাশকে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। আহত এসআই পলাশকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘হামলার সময় আসামি পক্ষের অনেক লোক ছিল। আমরা ৪ জনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তবে যারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত তাদের আটক করতে পারিনি। তাদের ধরার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত