গোপালগঞ্জ প্রতিনিধি
বাসা থেকে বের হয়ে গোপালগঞ্জে মিকাইল ইসলাম টুটুল নামে এক ব্যক্তি দুই দিন ধরে নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল (মঙ্গলবার) তাঁর স্ত্রী মৌ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এর আগে গত সোমবার (২৬ জুন) শহরের ব্যাংকপাড়ার ভাড়া বাসা থেকে কাউকে কিছু না জানিয়ে তিনি বের হয়ে যান। এরপর গত দুই দিন তিনি আর বাসায় ফেরেননি।
নিখোঁজ মিকাইল ইসলাম টুটুল কোটালীপাড়া উপজেলার হীরন ইউনিয়নের আজাহার আলী সিকদারের ছেলে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপপরীক্ষা নিয়ন্ত্রক।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, মিকাইল ইসলাম টুটুল (৫০) সোমবার (২৬ জুন) বেলা ৩টার দিকে শহরের বাসা থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করে গত দুই দিন তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে সোমবার সদর থানায় তাঁর স্ত্রী একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নম্বর ১২২১।
তাঁর স্ত্রী মৌ আজকের পত্রিকাকে জানান, ঘটনার দিন তাঁর স্বামী মোবাইল ফোন রেখে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যান। রাত হয়ে গেলেও তিনি বাসায় ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। পরে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
মৌ আরও জানান, টুটুল ডায়াবেটিস, লো প্রেসারসহ একাধিক রোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘ ২৩ বছরের বৈবাহিক জীবনে এমন ধরনের ঘটনা কখনো ঘটেনি। তাঁর কারও সঙ্গে কোনো শত্রুতা আছে কি না তাঁর জানা নেই।
গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিতল চন্দ্র পাল আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য চলছিল মিকাইল ইসলাম টুটুলের। এ কারণে আত্মগোপনে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া তথ্যপ্রযুক্তির সাহায্যে মিকাইল ইসলামের অবস্থান নির্ণয়ের অনুসন্ধান চলছে।’
বাসা থেকে বের হয়ে গোপালগঞ্জে মিকাইল ইসলাম টুটুল নামে এক ব্যক্তি দুই দিন ধরে নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল (মঙ্গলবার) তাঁর স্ত্রী মৌ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এর আগে গত সোমবার (২৬ জুন) শহরের ব্যাংকপাড়ার ভাড়া বাসা থেকে কাউকে কিছু না জানিয়ে তিনি বের হয়ে যান। এরপর গত দুই দিন তিনি আর বাসায় ফেরেননি।
নিখোঁজ মিকাইল ইসলাম টুটুল কোটালীপাড়া উপজেলার হীরন ইউনিয়নের আজাহার আলী সিকদারের ছেলে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপপরীক্ষা নিয়ন্ত্রক।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, মিকাইল ইসলাম টুটুল (৫০) সোমবার (২৬ জুন) বেলা ৩টার দিকে শহরের বাসা থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করে গত দুই দিন তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে সোমবার সদর থানায় তাঁর স্ত্রী একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নম্বর ১২২১।
তাঁর স্ত্রী মৌ আজকের পত্রিকাকে জানান, ঘটনার দিন তাঁর স্বামী মোবাইল ফোন রেখে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যান। রাত হয়ে গেলেও তিনি বাসায় ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। পরে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
মৌ আরও জানান, টুটুল ডায়াবেটিস, লো প্রেসারসহ একাধিক রোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘ ২৩ বছরের বৈবাহিক জীবনে এমন ধরনের ঘটনা কখনো ঘটেনি। তাঁর কারও সঙ্গে কোনো শত্রুতা আছে কি না তাঁর জানা নেই।
গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিতল চন্দ্র পাল আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য চলছিল মিকাইল ইসলাম টুটুলের। এ কারণে আত্মগোপনে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া তথ্যপ্রযুক্তির সাহায্যে মিকাইল ইসলামের অবস্থান নির্ণয়ের অনুসন্ধান চলছে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১৫ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
১৬ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে উদ্ধার মর্টার শেল বিস্ফোরণে গ্রামের তিনটি গরু মারা গেছে এবং অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ জন্য তাঁরা ক্ষতিপূরণ দাবি করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে