Ajker Patrika

রংপুর সিটি নির্বাচনের পূর্ণ তফসিল দিল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রংপুর সিটি নির্বাচনের পূর্ণ তফসিল দিল ইসি

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের জন্য আগেই দিনক্ষণ ঠিক করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা বাকি ছিল। পরে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম রসিক ভোটের পূর্ণ তফসিল ঘোষণা করেন।

জাহাংগীর আলম জানান, এই নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কিউন্সিলর পদে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ নভেম্বর। মনোনয়ন বাছাই ১ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৮ ডিসেম্বর। ২৭ ডিসেম্বর ভোটগ্রহণ। আর ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। 

সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘রংপুর সিটি নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের (ইটিআই) মহাপরিচালক আব্দুল বাতেনকে।’

পাঁচ পৌরসভা, ৪৮ ইউপির সাধারণ ১৮ ইউপির বিভিন্ন পদে ২৯ ডিসেম্বর
সংবাদ সম্মেলনে আরও কয়েকটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব। এ সময় তিনি জানান, পাঁচটি পৌরসভা-রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়ায় ভোট হবে ২৯ ডিসেম্বর। 

ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১ ডিসেম্বর, বাছাই ৩ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর। পৌরসভার একই তফসিলে ৪৮ ইউপিতে সাধারণ নির্বাচন এবং ১৮ ইউপির বিভিন্ন পদে উপনির্বাচন হবে। 

মো. জাহাংগীর আলম জানান, রংপুর সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভা এবং ৬৪ ইউপিতে ইভিএম ব্যবহার করা হবে। এর মধ্যে রংপুর সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভায় সিসি ক্যামেরা ব্যবহার করা হবে। ঢাকার নির্বাচন ভবন থেকে তা পর্যবেক্ষণ করবে ইসি। সব নির্বাচনে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। 

২৭ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ ঠিক করে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ নির্ধারণ করে গত বৃহস্পতিবার কমিশন সভায় সিদ্ধান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা এ সিদ্ধান্ত নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত