নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের জন্য আগেই দিনক্ষণ ঠিক করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা বাকি ছিল। পরে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম রসিক ভোটের পূর্ণ তফসিল ঘোষণা করেন।
জাহাংগীর আলম জানান, এই নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কিউন্সিলর পদে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ নভেম্বর। মনোনয়ন বাছাই ১ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৮ ডিসেম্বর। ২৭ ডিসেম্বর ভোটগ্রহণ। আর ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।
সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘রংপুর সিটি নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের (ইটিআই) মহাপরিচালক আব্দুল বাতেনকে।’
পাঁচ পৌরসভা, ৪৮ ইউপির সাধারণ ১৮ ইউপির বিভিন্ন পদে ২৯ ডিসেম্বর
সংবাদ সম্মেলনে আরও কয়েকটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব। এ সময় তিনি জানান, পাঁচটি পৌরসভা-রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়ায় ভোট হবে ২৯ ডিসেম্বর।
ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১ ডিসেম্বর, বাছাই ৩ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর। পৌরসভার একই তফসিলে ৪৮ ইউপিতে সাধারণ নির্বাচন এবং ১৮ ইউপির বিভিন্ন পদে উপনির্বাচন হবে।
মো. জাহাংগীর আলম জানান, রংপুর সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভা এবং ৬৪ ইউপিতে ইভিএম ব্যবহার করা হবে। এর মধ্যে রংপুর সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভায় সিসি ক্যামেরা ব্যবহার করা হবে। ঢাকার নির্বাচন ভবন থেকে তা পর্যবেক্ষণ করবে ইসি। সব নির্বাচনে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
২৭ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ ঠিক করে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ নির্ধারণ করে গত বৃহস্পতিবার কমিশন সভায় সিদ্ধান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা এ সিদ্ধান্ত নেন।
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের জন্য আগেই দিনক্ষণ ঠিক করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা বাকি ছিল। পরে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম রসিক ভোটের পূর্ণ তফসিল ঘোষণা করেন।
জাহাংগীর আলম জানান, এই নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কিউন্সিলর পদে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ নভেম্বর। মনোনয়ন বাছাই ১ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৮ ডিসেম্বর। ২৭ ডিসেম্বর ভোটগ্রহণ। আর ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।
সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘রংপুর সিটি নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের (ইটিআই) মহাপরিচালক আব্দুল বাতেনকে।’
পাঁচ পৌরসভা, ৪৮ ইউপির সাধারণ ১৮ ইউপির বিভিন্ন পদে ২৯ ডিসেম্বর
সংবাদ সম্মেলনে আরও কয়েকটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব। এ সময় তিনি জানান, পাঁচটি পৌরসভা-রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়ায় ভোট হবে ২৯ ডিসেম্বর।
ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১ ডিসেম্বর, বাছাই ৩ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর। পৌরসভার একই তফসিলে ৪৮ ইউপিতে সাধারণ নির্বাচন এবং ১৮ ইউপির বিভিন্ন পদে উপনির্বাচন হবে।
মো. জাহাংগীর আলম জানান, রংপুর সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভা এবং ৬৪ ইউপিতে ইভিএম ব্যবহার করা হবে। এর মধ্যে রংপুর সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভায় সিসি ক্যামেরা ব্যবহার করা হবে। ঢাকার নির্বাচন ভবন থেকে তা পর্যবেক্ষণ করবে ইসি। সব নির্বাচনে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
২৭ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ ঠিক করে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ নির্ধারণ করে গত বৃহস্পতিবার কমিশন সভায় সিদ্ধান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা এ সিদ্ধান্ত নেন।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় হোমিওপ্যাথির দোকান থেকে কেনা অ্যালকোহল পান করে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে একজন চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁরা মারা যান।
১৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে ভাঙা স্থান দিয়ে সব ট্রেন ধীর গতিতে চলাচল করছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনে ফাটল দেখে কর্তৃপক্ষকে খবর দেয়।
১ ঘণ্টা আগেরাজধানীর হাতিরপুল থেকে শাহীনুর রহমান আশু (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) ভোর ৫টার দিকে হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের পুকুরপাড় পাকা রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সহসভাপতি আখলুছ মিয়া মাহিনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে