Ajker Patrika

ড্যাফোডিল ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠিত

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ০৪
ড্যাফোডিল ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ার খাগানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই সমাবর্তন হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানসহ অনেকে। সমাবর্তনে ৬ হাজার ১৬৪ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এর মধ্যে মেধাবী ১২ শিক্ষার্থী পান স্বর্ণপদক।

সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শুধু পরীক্ষানীতি ও মুখস্থবিদ্যা দিয়ে দক্ষ, যোগ্য ও মানবিক সৃজনশীল মানুষ তৈরি হবে না। তাই প্রাথমিক পর্যায় থেকে শিশুদের তৈরি করার পরিকল্পনা নিতে হবে। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি চিহ্নিত গোষ্ঠী, যাদের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তাদের সেখানে আমাদের জাতীয় শিক্ষাক্রমের বই পড়ানো হয় না। তারা বইগুলো নিয়ে অপপ্রচারে নামছেন। যে বিষয় বইয়ে নেই, যে বিষয় যেভাবে নেই, যে কথা আমার বইতে বলা হয়নি। যে ছবি আমার বইতে নেই। মিথ্যাচার করে, ফটোশপ ও এডিট করে সেগুলো আমাদের বইয়ের অংশ বলে তারা অপপ্রচার চালাচ্ছে। পাশাপাশি আমাদের যারা শিক্ষক, লেখক, শিক্ষাবিদ, বিশেষজ্ঞসহ আমরা যারা মন্ত্রণালয়ের আছি, বিশেষ করে আমি যেহেতু মন্ত্রী। আমাদেরকে কুৎসিতভাবে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে।’ 

সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তনে সনদ নিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকামন্ত্রী আরও বলেন, ‘একই অপশক্তি নির্বাচনকে সামনে রেখে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা চালাচ্ছে। যেখানে বইতে সুস্পষ্টভাবে বলা আছে, মানুষ বানর থেকে হয়নি। সেখানে তারা বলছে, বানর থেকে মানুষ হয়েছে। এই মিথ্যাচার কেন? এই অপপ্রচার কেন? আরও যা যা বলেছে, প্রত্যেকটির জবাব আছে। বইতে কোনো ভুল, এমনকি কোনো অস্বস্তি থাকলেও আমরা বিবেচনায় নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত