সারা দেশে নারী নিপীড়ন, সহিংসতা, ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট এলাকায় মশাল মিছিল করেছেন ঢাকা কলেজ, ইডেন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা।
একই দাবিতে রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টার পর বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা তাঁতীবাজার মোড়ে গিয়ে রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়। প্রায় ২০ মিনিট ধরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। পরে তাঁরা মিছিলসহ ক্যাম্পাসে ফিরে আসেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী সংগীত বিভাগের স্বর্ণা রায় বলেন, ‘আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আমরা রাস্তায় নিরাপদে বের হতে পারি না। নিরাপদ বাংলাদেশ চাই। ধর্ষকদের ১০ দিনের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জবি শাখার সদস্যসচিব সিফাত হাসান সাকিব বলেন, ‘বিগত সময়ে আমরা দেখেছি, আমাদের বোনদের ধর্ষণের ঘটনায় তদন্ত চলমান বলে বিচারপ্রক্রিয়া দীর্ঘ করা হয়েছে বারবার। ’২৪-এর গণ-অভ্যুত্থানের পরও যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে এটা হবে আমাদের জাতির জন্য লজ্জাজনক।’
সিফাত হাসান আরও বলেন, ‘ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে ভয়ংকর পাপ। এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। আমরা চুপ করে থাকতে পারি না। আমাদের আন্দোলনের লক্ষ্য—ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, আইনের কঠোর প্রয়োগ এবং একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন।’
এর আগে বেলা ৩টার দিকে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে লাঠি মিছিল করেন ঢাবি শিক্ষার্থীরা। তাঁরা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের ব্যানারে এ মিছিল করেন।
বাঁশের লাঠি হাতে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে শুরু করে ভিসি চত্বর, নীলক্ষেত, কাঁটাবন ও শাহবাগ ঘুরে আবার রাজু ভাস্কর্যে ফিরে আসেন। ধর্ষণসহ নারী নিপীড়ন ঠেকাতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অপসারণ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে সব ধর্ষণের বিচার দাবি করেন তাঁরা।
একই দাবিতে প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেন।
সারা দেশে নারী নিপীড়ন, সহিংসতা, ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট এলাকায় মশাল মিছিল করেছেন ঢাকা কলেজ, ইডেন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা।
একই দাবিতে রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টার পর বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা তাঁতীবাজার মোড়ে গিয়ে রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়। প্রায় ২০ মিনিট ধরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। পরে তাঁরা মিছিলসহ ক্যাম্পাসে ফিরে আসেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী সংগীত বিভাগের স্বর্ণা রায় বলেন, ‘আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আমরা রাস্তায় নিরাপদে বের হতে পারি না। নিরাপদ বাংলাদেশ চাই। ধর্ষকদের ১০ দিনের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জবি শাখার সদস্যসচিব সিফাত হাসান সাকিব বলেন, ‘বিগত সময়ে আমরা দেখেছি, আমাদের বোনদের ধর্ষণের ঘটনায় তদন্ত চলমান বলে বিচারপ্রক্রিয়া দীর্ঘ করা হয়েছে বারবার। ’২৪-এর গণ-অভ্যুত্থানের পরও যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে এটা হবে আমাদের জাতির জন্য লজ্জাজনক।’
সিফাত হাসান আরও বলেন, ‘ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে ভয়ংকর পাপ। এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। আমরা চুপ করে থাকতে পারি না। আমাদের আন্দোলনের লক্ষ্য—ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, আইনের কঠোর প্রয়োগ এবং একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন।’
এর আগে বেলা ৩টার দিকে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে লাঠি মিছিল করেন ঢাবি শিক্ষার্থীরা। তাঁরা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের ব্যানারে এ মিছিল করেন।
বাঁশের লাঠি হাতে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে শুরু করে ভিসি চত্বর, নীলক্ষেত, কাঁটাবন ও শাহবাগ ঘুরে আবার রাজু ভাস্কর্যে ফিরে আসেন। ধর্ষণসহ নারী নিপীড়ন ঠেকাতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অপসারণ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে সব ধর্ষণের বিচার দাবি করেন তাঁরা।
একই দাবিতে প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেন।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
২ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
২ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে