Ajker Patrika

‘গঙ্গার জল’ আখ্যা দেওয়ারাই আগে ভ্যাকসিন নিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৫: ৫১
‘গঙ্গার জল’ আখ্যা দেওয়ারাই আগে ভ্যাকসিন নিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

করোনার ভ্যাকসিনকে যাঁরা ‘গঙ্গার জল’ বলে আখ্যায়িত করেছিলেন, তাঁরাই আগে ভ্যাকসিন নিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ভ্যাকসিনকে একটি রাজনৈতিক দল ‘গঙ্গার জলের’ সঙ্গে তুলনা করেছিল। কিন্তু তাঁরাই সবার আগে ভ্যাকসিন নিয়ে সভা-সমাবেশ করছে। সরকারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।

আজ রোববার বিশ্ব মুখগহ্বর স্বাস্থ্য দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আয়োজিত বাংলাদেশ ডেন্টাল সোসাইটির অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যে কটি দেশ করোনা নিয়ন্ত্রণে আনতে পেরেছে, বাংলাদেশ তার মধ্যে একটি। ফলে অর্থনৈতিক অবস্থা ভালো। পাঠদানের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠানও করা যাচ্ছে। করোনার সময়ে ১২০টি সেন্ট্রাল অক্সিজেন লাগানো হয়েছে। এই সময়ে প্রায় ৩০ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ হয়েছেন। পৃথিবীতে খুব কম দেশেই বর্তমানে মৃত্যু শূন্যে নেমেছে। কয়েক দিন ধরে বাংলাদেশে সেটি শূন্যে রয়েছে। সম্মুখযোদ্ধাদের শতভাগ টিকার আওতায় আনা গেছে। সব মিলিয়ে ২২ কোটি ডোজ টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে।’ 

জাহিদ মালেক বলেন, ‘বর্তমানে করোনাঝড়ের মধ্য দিয়ে আমাদের চলতে হচ্ছে। এই সময়ে করোনার ঊর্ধ্বমুখী অবস্থায় অন্যান্য সেবা ব্যাহত হয়েছে। তার পরও একই হাসপাতালে চিকিৎসক ও নার্সরা সব রোগীর সেবা করে গেছেন।’ 

তিনি বলেন, দাঁতের অসুখ হলে আমরা অবহেলা করি। কিন্তু আমাদের সচেতন হতে হবে। তামাক, পান, সুপারি আমরা খেয়ে থাকি। ফলে ক্যানসার থেকে শুরু করে নানা জটিলতা দেখা দিচ্ছে। বিশেষ করে তামাকের কারণে মুখের ক্যানসার হয়। এ জন্য চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। 

দাঁতের চিকিৎসকদের জন্য প্রায় ৬৫০টি পদ তৈরি হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, শিগগিরই এগুলোতে নিয়োগ দেওয়া হবে। দেশে কিডনি, ক্যানসার, হৃদ্‌রোগ ইনস্টিটিউট থাকলেও দাঁতের চিকিৎসায় কোনো ইনস্টিটিউট নেই। তাই এটি যাতে হয়, সেটি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করা হবে। 

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবাকে আরও মজবুত করতে পদ তৈরির আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, একটি উপজেলায় ৫ লাখ মানুষের বসবাস। সেখানে দাঁতের চিকিৎসক মাত্র একজন। ফলে ঠিকমতো সেবা পাচ্ছে না মানুষ। তাই সেখানে চিকিৎসকদের পদ, অন্যান্য জনবল বাড়ানো ও আধুনিক যন্ত্রপাতি দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত