ঢামেক প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের স্বজনেরা দাবি করেছেন তিনি বাড়িতে আত্মহত্যা করেছেন। তবে কারণ জানাতে পারেননি তাঁরা।
নিহত আমিনুরের (২৪) বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কাঠালবাড়ি গ্রামে। বর্তমানে এ্যালিফেন্ট রোডের একটি বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন।
আমিনুর আসাদ গেটে বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ডিপ্লোমা করত। পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাত।
আমিনুরের ভাই মইনুল ইসলাম জানান, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে খাওয়া দাওয়া শেষে আমিনুর নিজের কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার মা ময়না বেগম নিজের মোবাইল খুঁজতে আমিনুরের কক্ষে ঢোকেন। সেখানে গিয়ে দেখতে পান আমিনুর বারান্দায় আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে দ্রুত ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ফাঁসির কারণ জানা যায়নি।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মুন্সি বলেন, ‘গত রাতে খবর পেয়ে ঢাকা মেডিকেল থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করি। ছাত্রের স্বজনরা জানান, রাতে বাসায় গলায় ফাঁসি দেয়। পরে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তবে ফাঁসির কারণ জানাতে পারে নাই স্বজনরা।’
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের স্বজনেরা দাবি করেছেন তিনি বাড়িতে আত্মহত্যা করেছেন। তবে কারণ জানাতে পারেননি তাঁরা।
নিহত আমিনুরের (২৪) বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কাঠালবাড়ি গ্রামে। বর্তমানে এ্যালিফেন্ট রোডের একটি বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন।
আমিনুর আসাদ গেটে বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ডিপ্লোমা করত। পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাত।
আমিনুরের ভাই মইনুল ইসলাম জানান, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে খাওয়া দাওয়া শেষে আমিনুর নিজের কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার মা ময়না বেগম নিজের মোবাইল খুঁজতে আমিনুরের কক্ষে ঢোকেন। সেখানে গিয়ে দেখতে পান আমিনুর বারান্দায় আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে দ্রুত ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ফাঁসির কারণ জানা যায়নি।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মুন্সি বলেন, ‘গত রাতে খবর পেয়ে ঢাকা মেডিকেল থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করি। ছাত্রের স্বজনরা জানান, রাতে বাসায় গলায় ফাঁসি দেয়। পরে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তবে ফাঁসির কারণ জানাতে পারে নাই স্বজনরা।’
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
১ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
২ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৪ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৫ মিনিট আগে