মাহিদুল ইসলাম মাহি, হরিরামপুর
সবুজ পাতার আড়ালে বাদুড়ের মতো উল্টো হয়ে ঝুলে রয়েছে ফুলগুলো। দেখতে অনেকটা পাখির মতো। তবে এই পাখি পক্ষীকুলের পাখি নয়, এটি একটি ফুলের নাম। মানিকগঞ্জের হরিরামপুরের তরুণ উদ্যোক্তা তানভীর আহমেদের বাগানে ফুটেছে বিরল এই ফুল।
পাখি ফুল আমাদের দেশে বেশ দুর্লভ। বর্তমানে ঢাকার রমনা পার্ক, শিশু একাডেমি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন, রাজশাহী কলেজ ক্যাম্পাস, মহেশখালীর আদিনাথ মন্দিরসহ চট্টগ্রামের বৌদ্ধবিহারগুলোতেও রয়েছে এই গাছ।
জানা যায়, পাখি ফুলের বৈজ্ঞানিক নাম (Brownea Coccinea)। জন্মস্থান ভেনেজুয়েলা। প্রচলিত নাম রোজ আব ভেনেজুয়েলা। প্রজাতিটি গায়ানা, ভেনেজুয়েলা, ব্রাজিল এবং ত্রিনিদাদ ও টোবাগোর স্থানীয় ফুল। এটি চিরহরিৎ বৃক্ষজাতীয় উদ্ভিদ। এই ফুলের গাছ ১২ থেকে ১৫ ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে। এ ছাড়া এই গাছ ঘন সবুজ পাতায় ঘেরা থাকে। বাইরে থেকে বোঝার উপায় থাকে না এটি ফুলের গাছ। গাছের নিচে গিয়ে দাঁড়ালে দেখা যাবে পাতার ভেতরে আগুনের মতো টকটকে লাল ফুল বাদুড়ের মতো ঝুলে আছে। এই ফুলের আয়তন সূর্যমুখী ফুলের কাছাকাছি।
বাগানের মালিক তানভীর আহমেদ বলেন, ‘পাখি ফুল প্রথম দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পাশে। তখন থেকেই এই গাছ সংগ্রহ করার প্রবল ইচ্ছে হয়। রমনা পার্কে এক দায়িত্বরত বড় ভাইয়ের মাধ্যমে প্রথম গাছ সংগ্রহ করি। পরে থাইল্যান্ড থেকে আরেক জাতের গাছ নিয়ে আসি।’
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক সাব্বির আহমেদ বলেন, ‘পাখি ফুলের বৈজ্ঞানিক নাম Brownea coccinea (ব্রাউনিয়া ককসিনিয়া)। এই গাছ Fabaceae পরিবারের। এর অন্যান্য নাম Scarlet Flame Bean, Mountain Rose, Rose of Venezuela, Cooper Hoop। বাংলাদেশে পাখি ফুলকে বিলাতি অশোকও বলা হয়। এর মাতৃদেশ লাতিন আমেরিকা ও পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ (west Indian Islands)। বিদেশি হলেও ইদানীং বাংলাদেশের কোথাও কোথাও এই ফুলের গাছ দেখা যায়। একেক দেশে এই গাছ একেক নামে পরিচিত।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক সাব্বির আহমেদ আরও বলেন, ‘জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে এই গাছে ফুল দেখা যায়। অসম্ভব সুন্দর এই ফুলের কোনো গন্ধ নেই। কুঁড়ি অবস্থায় কদম ফুলের গুটির মতো আকার ধারণ করে থাকে। দ্বিতীয় পর্যায়ে এসে গুটি ফেটে রক্তজবা ফুলের মতো পৃথক ৩০ থেকে ৩৫টি কলি বেরিয়ে আসে। কিছুদিন পরে কলিগুলো একসঙ্গে ফেটে পাপড়ি বেরিয়ে আসে। পাখি ফুলের গাছ খুব ধীরে ধীরে বাড়ে।’
সবুজ পাতার আড়ালে বাদুড়ের মতো উল্টো হয়ে ঝুলে রয়েছে ফুলগুলো। দেখতে অনেকটা পাখির মতো। তবে এই পাখি পক্ষীকুলের পাখি নয়, এটি একটি ফুলের নাম। মানিকগঞ্জের হরিরামপুরের তরুণ উদ্যোক্তা তানভীর আহমেদের বাগানে ফুটেছে বিরল এই ফুল।
পাখি ফুল আমাদের দেশে বেশ দুর্লভ। বর্তমানে ঢাকার রমনা পার্ক, শিশু একাডেমি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন, রাজশাহী কলেজ ক্যাম্পাস, মহেশখালীর আদিনাথ মন্দিরসহ চট্টগ্রামের বৌদ্ধবিহারগুলোতেও রয়েছে এই গাছ।
জানা যায়, পাখি ফুলের বৈজ্ঞানিক নাম (Brownea Coccinea)। জন্মস্থান ভেনেজুয়েলা। প্রচলিত নাম রোজ আব ভেনেজুয়েলা। প্রজাতিটি গায়ানা, ভেনেজুয়েলা, ব্রাজিল এবং ত্রিনিদাদ ও টোবাগোর স্থানীয় ফুল। এটি চিরহরিৎ বৃক্ষজাতীয় উদ্ভিদ। এই ফুলের গাছ ১২ থেকে ১৫ ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে। এ ছাড়া এই গাছ ঘন সবুজ পাতায় ঘেরা থাকে। বাইরে থেকে বোঝার উপায় থাকে না এটি ফুলের গাছ। গাছের নিচে গিয়ে দাঁড়ালে দেখা যাবে পাতার ভেতরে আগুনের মতো টকটকে লাল ফুল বাদুড়ের মতো ঝুলে আছে। এই ফুলের আয়তন সূর্যমুখী ফুলের কাছাকাছি।
বাগানের মালিক তানভীর আহমেদ বলেন, ‘পাখি ফুল প্রথম দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পাশে। তখন থেকেই এই গাছ সংগ্রহ করার প্রবল ইচ্ছে হয়। রমনা পার্কে এক দায়িত্বরত বড় ভাইয়ের মাধ্যমে প্রথম গাছ সংগ্রহ করি। পরে থাইল্যান্ড থেকে আরেক জাতের গাছ নিয়ে আসি।’
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক সাব্বির আহমেদ বলেন, ‘পাখি ফুলের বৈজ্ঞানিক নাম Brownea coccinea (ব্রাউনিয়া ককসিনিয়া)। এই গাছ Fabaceae পরিবারের। এর অন্যান্য নাম Scarlet Flame Bean, Mountain Rose, Rose of Venezuela, Cooper Hoop। বাংলাদেশে পাখি ফুলকে বিলাতি অশোকও বলা হয়। এর মাতৃদেশ লাতিন আমেরিকা ও পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ (west Indian Islands)। বিদেশি হলেও ইদানীং বাংলাদেশের কোথাও কোথাও এই ফুলের গাছ দেখা যায়। একেক দেশে এই গাছ একেক নামে পরিচিত।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক সাব্বির আহমেদ আরও বলেন, ‘জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে এই গাছে ফুল দেখা যায়। অসম্ভব সুন্দর এই ফুলের কোনো গন্ধ নেই। কুঁড়ি অবস্থায় কদম ফুলের গুটির মতো আকার ধারণ করে থাকে। দ্বিতীয় পর্যায়ে এসে গুটি ফেটে রক্তজবা ফুলের মতো পৃথক ৩০ থেকে ৩৫টি কলি বেরিয়ে আসে। কিছুদিন পরে কলিগুলো একসঙ্গে ফেটে পাপড়ি বেরিয়ে আসে। পাখি ফুলের গাছ খুব ধীরে ধীরে বাড়ে।’
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় অন্তত ৭৪টি মামলার তদন্ত করছে পুলিশের বিশেষায়িত ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। ময়নাতদন্ত না হওয়ায় হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা কিছুটা বিপাকে পড়ছেন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে অভ্যন্তরীণ রুটে সফলতার পর এবার আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে নবীন ও উদীয়মান বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রা। এই লক্ষ্যে এয়ারবাসের চারটি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে এয়ারলাইনসটি। বহরে উড়োজাহাজ যুক্ত হওয়া সাপেক্ষে চলতি বছরের শেষ নাগাদ প্রচলিত আঞ্চলিক...
৩ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় মরা তিস্তা নদীর ওপর সেতু নির্মাণ নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। খুঁটি নির্মাণের পর চার বছর পেরিয়ে গেলেও অর্থাভাবে সেতুর বাকি নির্মাণকাজে হাত দেওয়া হয়নি। এতে চরাঞ্চলের ছয় গ্রামের মানুষের উপজেলা সদর ও হারাগাছ পৌর এলাকায় যাতায়াতে দুর্ভোগ দূর হচ্ছে না।
৩ ঘণ্টা আগেপ্রায় দেড় মাস ধরে রাজধানীর ব্যস্ততম এলাকা নীলক্ষেতে প্রধান সড়কের এক পাশের প্রায় পুরোটা বন্ধ করে সুয়ারেজ লাইনের কাজ চলছে। বাকি অংশ দখল করে রেখেছেন হকাররা। বিপরীত সড়কে ডিভাইডার দিয়ে আলাদা লেন করলেও জনদুর্ভোগ কমেনি। এতে দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
৩ ঘণ্টা আগে