Ajker Patrika

ইলেকট্রিক ফ্যানে দেড় কোটি টাকার স্বর্ণসহ প্রবাসী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
ইলেকট্রিক ফ্যানে দেড় কোটি টাকার স্বর্ণসহ প্রবাসী গ্রেপ্তার

রিচার্জেবল ইলেকট্রিক ফ্যানের ভেতর থেকে দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণসহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শফিকুল ইসলাম নামের এক প্রবাসী যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের কর্মকর্তারা। 

বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে বুধবার (১১ মে) রাতে ওই যাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি আইনে ও শুল্ক আইনে মামলার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। 

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের উপকমিশনার (ডিসি) সানোয়ারুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘বাহরাইন ফেরত যাত্রী শফিকুল ইসলাম গল্ফ এয়ারের জিএফ-২৫০ ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা ৭টায় অবতরণ করে।’ 

তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাঁর লাগেজ স্ক্যান করা হয়। তখন লাগেজে থাকা রিচার্জেবল ইলেকট্রিক ফ্যানের ভেতর স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে কাস্টম ব্যাগেজ কাউন্টারে নিয়ে এসে ফ্যান খুলে সু-কৌশলে লুকায়িত অবস্থায় ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় বাহরাইন প্রবাসী যাত্রীকে আটক করা হয়।’ 

ডিসি সানোয়ারুল কবীর বলেন, ‘ওই যাত্রী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব স্বর্ণ পাচারের চেষ্টা করছিলেন। যার ফলে তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় শুল্ক আইনে ও ফৌজদারি মামলা করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত