Ajker Patrika

জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করবেন না: জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করবেন না: জাফরুল্লাহ চৌধুরী

দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত না করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত ‘মুক্তি কোন পথে, কত দূর? স্বাধীনতা কতটুকু সুরক্ষিত?’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন তিনি। 

দ্রব্যমূল্য বেড়েছে এটা মিথ্যা কথা নয় এবং এই সত্য সরকারকে স্বীকার করতে হবে উল্লেখ জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সরকার বলেছে এক কোটি লোককে টিসিবির পণ্য দেবে। টিসিবির গাড়ির পেছনে মানুষের লাইন দেখে ভিক্ষাবৃত্তির কথা মনে হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই, জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করবেন না।’ 

দ্রব্যমূল্য রোধ ও খাদ্য সংকট দূর করতে ন্যূনতম ২ কোটি পরিবারকে রেশনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘তা না দিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যারা আন্দোলন করছে সেসব বিরোধী দলগুলোর আন্দোলনে পুলিশ ও সরকার দলীয় গুন্ডারা হামলা করছে।’ 

 ৭ ই মার্চের ভাষণ প্রসঙ্গে প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, ‘৭ মার্চের ভাষণ এক ব্যক্তির ভাষণ না। এতে অনেকের অবদান আছে। এই ভাষণে বিশেষ অবদান রেখেছিলেন সিরাজুল আলম খান। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম এই লাইনের মূল লেখক সিরাজুল আলম খান। স্বাধীনতার যুদ্ধটা এক ব্যক্তি করেন নাই। এ জন্য দেশের পরিবর্তনে সম্মিলিত উদ্যোগ দরকার।’ 

আলোচনা সভায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত