Ajker Patrika

মহাখালী বাস টার্মিনালে দুই বাসের মাঝে চাপা পড়ে টিকিট মাস্টার নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মহাখালী বাস টার্মিনালে দুই বাসের মাঝে চাপা পড়ে টিকিট মাস্টার নিহত

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে সৌখিন ও বিনিময় পরিবহন নামের দুই বাসের মাঝে চাপা পড়ে হাদিউল ইসলাম সেলিম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে মহাখালী বাস টার্মিনাল বহির্বিভাগে এ দুর্ঘটনা ঘটে। তিনি সৌখিন পরিবহন বাসের টিকিট মাস্টার ছিলেন। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে ওই ব্যক্তি বাস টার্মিনালে কর্তব্যরত ছিলেন। টার্মিনাল থেকে সৌখিন পরিবহনের একটি বাস বের হচ্ছিল, আর তার পাশে বিনিময় পরিবহনের আরেকটি বাস দাঁড় করানো ছিল। তখন ওই টিকেট মাস্টার দুই বাসের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। 

এসআই আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ঘটনার পর সৌখিন পরিবহনের ওই বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালককে পাওয়া যায়নি। 

সহকর্মী মো. নুরুল ইসলাম জানান, হাদিউল ইসলাম সেলিমের বাড়ি মাগুরা সদর উপজেলার ইসখাদা গ্রামে। বর্তমানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গাজীপুর শ্রীপুরে থাকতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত