Ajker Patrika

সিরাজদিখানে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে হনুমান, খাবার দিলেই চলে আসে কাছে

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২৩, ১৫: ১৭
সিরাজদিখানে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে হনুমান, খাবার দিলেই চলে আসে কাছে

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ভূইরা গ্রামে হঠাৎ দেখা মিলেছে বিরল প্রজাতির একটি দলছুট মুখপোড়া হনুমানের। খাবারের সন্ধানে হন্যে হয়ে ছুটছে এক গাছ থেকে আরেক গাছে। বাসা-বাড়ি, দোকানপাট ও হাট-বাজারে ছুটছে বন্যপ্রাণীটি। আর অনেকেই প্রাণীটিকে দিচ্ছে সাধ্যমতো খাবার। 

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ভূইরা গ্রামে দেখা গেল স্থানীয় লোকজন হনুমানটিকে চিনাবাদাম, বিস্কুট দিলে তা সাদরে গ্রহণ করে খেতে শুরু করে। এ খবর ছড়িয়ে পড়ায় প্রাণীটিকে একনজর দেখার জন্য স্থানীয় মানুষ ভিড় করছে। 

স্থানীয়রা বলছে, হনুমানটি যেভাবে মানুষের একদম কাছাকাছি চলে এসেছে, অনেক ক্ষুধার্ত না হলে এতটা কাছাকাছি চলে আসত না হয়তো। যে যা দিচ্ছে তা-ই খাচ্ছে। হনুমানটি দেখার জন্য অনেক মানুষ ভিড় করেছে। 

গ্রামের শিশুদের দেওয়া খাবার খাচ্ছে হনুমানটিভূইরা গ্রামের বাসিন্দা মো. মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল ৭টার দিকে গ্রামে হঠাৎ করে একটি হনুমান দেখা গেছে। এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে। মানুষ খাবার দিলে সেই খাবার নিয়ে খাওয়া শুরু করছে। তাই এটিকে দেখার জন্য মানুষ ভিড় করছে। হনুমানটি দেখতেও খুব ভালো লাগছে। আমি বিস্কুট দিছি, হনুমানটি খেয়েছে। মানুষের কোনো ক্ষতি করছে না।’ 

উপজেলা বন কর্মকর্তা আব্দুল লতিফ আজকের পত্রিকাকে বলেন, ‘হনুমানটি খাদ্যের অভাবে দলছুট হয়ে এ এলাকায় চলে এসেছে। এরা সারা দেশে বিচরণ করে। হয়তো যেখান থেকে এসেছে সেখানে চলে যাবে।’ প্রাণীটিকে বিরক্ত না করার আহ্বান জানান তিনি। 

খাবার দিলেই মানুষের খুব কাছে চলে আসছে হনুমানটিউপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যপ্রাণী অধিদপ্তর বা এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করে হনুমানটিকে ধরার ব্যবস্থা করব, যাতে করে প্রাণীটির কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় বা প্রাণীটি মানুষের ক্ষয়ক্ষতি করতে না পারে, সে জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির প্রার্থী বাছাই শেষ হওয়ার পথে

চাল রপ্তানিতে নতুন শর্ত দিল ভারত, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে

মামুনুরের খোঁজ মেলেনি ৫ দিনেও, ক্লু নেই সিসিটিভি ফুটেজে

নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর অভিযোগ তদন্ত করছে ডাকসু নির্বাচন কমিশন

বাংলাদেশের বিদায়ে ৪১ বছরে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত