ঢাবি প্রতিনিধি
মাহে রমজান, ঈদুল ফিতর ও পয়লা বৈশাখ উপলক্ষে আজ থেকে আগামী ১৩ দিনের জন্য ছুটিতে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ছুটি শুরু হওয়ায় হল ছাড়তে শুরু করছেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একাডেমিক ক্যালেন্ডারে এ ছুটি ঘোষণা করা হয়।
তবে শিক্ষার্থীর ছুটিতে গেলেও দাপ্তরিক ছুটি থাকবে ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত। নাম প্রকাশ না করার শর্তে অ্যাকাডেমিক শাখার এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, আগামী ১৭ এপ্রিল থেকে পুনরায় পরীক্ষা শুরু হবে। ৮ মে পর্যন্ত টার্ম পরীক্ষা শেষে ২৫ মে থেকে ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক (তথ্য) মো. শফিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা বাড়ি চলে যায়। আবার কিছু শিক্ষার্থী হলে থাকে, ছুটির সময় হলে থাকতে কোনো বাধা নেই।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা ও হল প্রাঙ্গণে গিয়ে দেখা যায়— শিক্ষার্থীরা ব্যাগ,কাপড়চোপড় ও লজিস্টিক জিনিসপত্র নিয়ে নাড়ির টানে বাড়ি চলে যাচ্ছেন। বেলা ১১টার সময়ে সাবেকুন নাহার সনি হলের সামনে কথা হয় কেমিক্যাল অ্যান্ড ম্যাটারিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে। তিনি নিজেকে সনি হলের আবাসিক শিক্ষার্থী বলে জানান।
নাম প্রকাশ না করার শর্তে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছুটি শুরু হয়ে গেছে তাই বাড়ি চলে যাচ্ছি। আমার বাড়ি শেরপুরে। আবার ঈদের ছুটি শেষ হলে চলে আসব, বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের কারণে কিছুটা ভীতিও আছে। আমি চাই— বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান সুন্দর পরিবেশ অব্যাহত থাকুক।’
পলাশীর মোড় থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই শেরে বাংলা হল। শেরেবাংলা হলের সামনে গেলে কথা হয় সেই হলের এক আবাসিক শিক্ষার্থীর সঙ্গে। কথা প্রসঙ্গে তাঁর বাড়ি কোথায় জিজ্ঞেস করা হলে তিনি চট্টগ্রাম বলে জানান। নাম জিজ্ঞেস করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর নাম বলতে রাজি হননি এ শিক্ষার্থী। ঈদের ছুটিতে কবে বাসায় যাবেন জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘ঈদের ছুটি শুরু হয়ে গেছে, ব্যাগ গুছিয়ে ফেলেছি। সন্ধ্যায় বাসার উদ্দেশে রওয়ানা দেব।’
হলের সার্বিক অবস্থার বিষয়ে জানতে চাইলে আহছানউল্লা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রাফি উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের বন্ধের দিনে কিছু শিক্ষার্থী হলে থাকে, তবে ডাইনিং-ক্যান্টিন এসব বন্ধ থাকে। দাপ্তরিক ছুটি শুরু হলে হলের অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকে।’
ছাত্ররাজনীতি প্রতিরোধের আন্দোলনের এক সংগঠক নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কার্যক্রম সম্পর্কে কোনো আপডেট থাকলে আপনাদের জানানো হবে, আমাদের এখন কর্মসূচি নেই। নিয়মতান্ত্রিকভাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।’
গত ২৮ মার্চ মধ্যরাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বুয়েটে প্রবেশকে কেন্দ্র করে ছাত্ররাজনীতি প্রতিরোধের দাবিতে আন্দোলন করে আসছে একদল শিক্ষার্থী। ছাত্রলীগ সভাপতিকে ঢুকতে সহযোগিতা করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমতিয়াজ রাহিম রাব্বির সিট বাতিল, বহিষ্কারসহ ছয় দফা দাবি জানিয়ে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাব্বির সিট বাতিলও করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মাহে রমজান, ঈদুল ফিতর ও পয়লা বৈশাখ উপলক্ষে আজ থেকে আগামী ১৩ দিনের জন্য ছুটিতে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ছুটি শুরু হওয়ায় হল ছাড়তে শুরু করছেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একাডেমিক ক্যালেন্ডারে এ ছুটি ঘোষণা করা হয়।
তবে শিক্ষার্থীর ছুটিতে গেলেও দাপ্তরিক ছুটি থাকবে ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত। নাম প্রকাশ না করার শর্তে অ্যাকাডেমিক শাখার এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, আগামী ১৭ এপ্রিল থেকে পুনরায় পরীক্ষা শুরু হবে। ৮ মে পর্যন্ত টার্ম পরীক্ষা শেষে ২৫ মে থেকে ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক (তথ্য) মো. শফিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা বাড়ি চলে যায়। আবার কিছু শিক্ষার্থী হলে থাকে, ছুটির সময় হলে থাকতে কোনো বাধা নেই।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা ও হল প্রাঙ্গণে গিয়ে দেখা যায়— শিক্ষার্থীরা ব্যাগ,কাপড়চোপড় ও লজিস্টিক জিনিসপত্র নিয়ে নাড়ির টানে বাড়ি চলে যাচ্ছেন। বেলা ১১টার সময়ে সাবেকুন নাহার সনি হলের সামনে কথা হয় কেমিক্যাল অ্যান্ড ম্যাটারিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে। তিনি নিজেকে সনি হলের আবাসিক শিক্ষার্থী বলে জানান।
নাম প্রকাশ না করার শর্তে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছুটি শুরু হয়ে গেছে তাই বাড়ি চলে যাচ্ছি। আমার বাড়ি শেরপুরে। আবার ঈদের ছুটি শেষ হলে চলে আসব, বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের কারণে কিছুটা ভীতিও আছে। আমি চাই— বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান সুন্দর পরিবেশ অব্যাহত থাকুক।’
পলাশীর মোড় থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই শেরে বাংলা হল। শেরেবাংলা হলের সামনে গেলে কথা হয় সেই হলের এক আবাসিক শিক্ষার্থীর সঙ্গে। কথা প্রসঙ্গে তাঁর বাড়ি কোথায় জিজ্ঞেস করা হলে তিনি চট্টগ্রাম বলে জানান। নাম জিজ্ঞেস করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর নাম বলতে রাজি হননি এ শিক্ষার্থী। ঈদের ছুটিতে কবে বাসায় যাবেন জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘ঈদের ছুটি শুরু হয়ে গেছে, ব্যাগ গুছিয়ে ফেলেছি। সন্ধ্যায় বাসার উদ্দেশে রওয়ানা দেব।’
হলের সার্বিক অবস্থার বিষয়ে জানতে চাইলে আহছানউল্লা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রাফি উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের বন্ধের দিনে কিছু শিক্ষার্থী হলে থাকে, তবে ডাইনিং-ক্যান্টিন এসব বন্ধ থাকে। দাপ্তরিক ছুটি শুরু হলে হলের অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকে।’
ছাত্ররাজনীতি প্রতিরোধের আন্দোলনের এক সংগঠক নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কার্যক্রম সম্পর্কে কোনো আপডেট থাকলে আপনাদের জানানো হবে, আমাদের এখন কর্মসূচি নেই। নিয়মতান্ত্রিকভাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।’
গত ২৮ মার্চ মধ্যরাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বুয়েটে প্রবেশকে কেন্দ্র করে ছাত্ররাজনীতি প্রতিরোধের দাবিতে আন্দোলন করে আসছে একদল শিক্ষার্থী। ছাত্রলীগ সভাপতিকে ঢুকতে সহযোগিতা করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমতিয়াজ রাহিম রাব্বির সিট বাতিল, বহিষ্কারসহ ছয় দফা দাবি জানিয়ে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাব্বির সিট বাতিলও করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৩ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৩ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৫ ঘণ্টা আগে