নিজস্ব প্রতিবেদক
ঢাকা: মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় হুইপপুত্র শারুনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে মুনিয়ার ভাই আশিকুর রহমান। এই মামলা করেত ১০ লাখ টাকা নিয়েছেন মুনিয়ার ভাই। ‘আত্মহত্যায় প্ররোচণা' মামলা ভিন্ন খাতে নিতে এ মামলা করতে টাকা দিয়েছে বসুন্ধরা গ্রুপ। এমন অভিযোগ করেছেন মুনিয়ার বোন নুসরাত ও দুলা ভাই মিজানুর রহমান।
মুনিয়ার বড় বোন নুসরাত জাহান আজকের পত্রিকাকে বলেন, হত্যা মামলার বাদী আশিকুর রহমান আমার আর মুনিয়ার বড় ভাই। তবে তার সঙ্গে আমাদের যোগাযোগ নেই। ছোট বোনদের কোনদিন খোঁজও নেয়নি সে। এমনকি মুনিয়া মারা গেলেও তার কোন ভূমিকা ছিল না। আমি বাদী হয়ে মামলা করার হঠাৎ ছয় দিন পর ভাইয়ের দায়িত্ব দেখাতে এসেছেন। 'আত্মহত্যায় প্ররোচণার' মামলাটিকে ভিন্ন খাতে নিতে টাকার বিনিয়মে নাজমুল করিম শারুনের বিরুদ্ধে মিথ্যা খুনের মামলা করেছেন।
নুসরাত জাহান আরও বলেন, আমার ভাই, তবুও বলতে দ্বিধা নেই সে একজন মাদকাসক্ত। মাদকের টাকা যোগাতে গিয়ে হয়তো বোন হত্যার বিচার না চেয়ে অপরাধীদের সঙ্গে হাত মিলিয়েছেন।
নুসরাতের স্বামী মিজানুর রহমান বলেন, আমরা নিরাপত্তা চেয়ে এরইমধ্যে থানায় জিডি করেছি। বসুন্ধরা গ্রুপের এমডির বিরুদ্ধে মামলা করায় তাঁরা নানা ভাবে ভয়ভীতি হুমকি দিচ্ছেন। জিডিতে এটাও লেখা আছে, অভিযুক্তরা সমোঝোতা করার চেষ্টা করছেন। সেটা যখন আমাদের সঙ্গে হয়ে ওঠেনি, ঠিক তখন টাকা দিয়ে মুনিয়ার ভাইয়ের মাধ্যমে আরেক জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। যেন আগের মামলাটা হালকা হয়ে যায়। এটাও জানতে পেরেছি এসব ঘটনায় নাকি ১০ লাখ টাকা লেনদেনও হয়েছে।
আশিকুর রহমানের ফোনে ফোন দিয়ে টাকা বিনিময়ে মামলা করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে কোন কথা বলতে রাজি হননি তিনি।
মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনায় ছয় দিন পর জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছেলে শারুনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলার আবেদন হয়েছে। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়ার আদালতে ওই তরুণীর ভাই আশিকুর রহমান বাদী হয়ে মামলার আবেদন করেন। পরে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেন।
বিচারক আদেশে বলেন, মোসারাত জাহান মুনিয়ার ‘আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে’ গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলাটি বর্তমানে তদন্তের মধ্যে রয়েছে। এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যা মামলার আবেদনটি স্থগিত থাকবে।
গত ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার রাতেই তরুণীর পরিবারের পক্ষ থেকে 'আত্মহত্যার প্ররোচণা' মামলায় অভিযুক্ত করা হয় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে। মামলার আসামী হিসেবে আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ২৭ এপ্রিল পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর হাকিম তা মঞ্জুর করেন। তবে আনভীরের স্ত্রী, পরিবারের সদস্য ও গৃহকর্মীসহ আট জন গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি চার্টার্ড ফ্লাইটের দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। তবে আনভীর এখন কোথায় আছেন। সে বিষয়ে সঠিক ধারনা নেই পুলিশের কাছে।
আরও পড়ুন:
ঢাকা: মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় হুইপপুত্র শারুনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে মুনিয়ার ভাই আশিকুর রহমান। এই মামলা করেত ১০ লাখ টাকা নিয়েছেন মুনিয়ার ভাই। ‘আত্মহত্যায় প্ররোচণা' মামলা ভিন্ন খাতে নিতে এ মামলা করতে টাকা দিয়েছে বসুন্ধরা গ্রুপ। এমন অভিযোগ করেছেন মুনিয়ার বোন নুসরাত ও দুলা ভাই মিজানুর রহমান।
মুনিয়ার বড় বোন নুসরাত জাহান আজকের পত্রিকাকে বলেন, হত্যা মামলার বাদী আশিকুর রহমান আমার আর মুনিয়ার বড় ভাই। তবে তার সঙ্গে আমাদের যোগাযোগ নেই। ছোট বোনদের কোনদিন খোঁজও নেয়নি সে। এমনকি মুনিয়া মারা গেলেও তার কোন ভূমিকা ছিল না। আমি বাদী হয়ে মামলা করার হঠাৎ ছয় দিন পর ভাইয়ের দায়িত্ব দেখাতে এসেছেন। 'আত্মহত্যায় প্ররোচণার' মামলাটিকে ভিন্ন খাতে নিতে টাকার বিনিয়মে নাজমুল করিম শারুনের বিরুদ্ধে মিথ্যা খুনের মামলা করেছেন।
নুসরাত জাহান আরও বলেন, আমার ভাই, তবুও বলতে দ্বিধা নেই সে একজন মাদকাসক্ত। মাদকের টাকা যোগাতে গিয়ে হয়তো বোন হত্যার বিচার না চেয়ে অপরাধীদের সঙ্গে হাত মিলিয়েছেন।
নুসরাতের স্বামী মিজানুর রহমান বলেন, আমরা নিরাপত্তা চেয়ে এরইমধ্যে থানায় জিডি করেছি। বসুন্ধরা গ্রুপের এমডির বিরুদ্ধে মামলা করায় তাঁরা নানা ভাবে ভয়ভীতি হুমকি দিচ্ছেন। জিডিতে এটাও লেখা আছে, অভিযুক্তরা সমোঝোতা করার চেষ্টা করছেন। সেটা যখন আমাদের সঙ্গে হয়ে ওঠেনি, ঠিক তখন টাকা দিয়ে মুনিয়ার ভাইয়ের মাধ্যমে আরেক জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। যেন আগের মামলাটা হালকা হয়ে যায়। এটাও জানতে পেরেছি এসব ঘটনায় নাকি ১০ লাখ টাকা লেনদেনও হয়েছে।
আশিকুর রহমানের ফোনে ফোন দিয়ে টাকা বিনিময়ে মামলা করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে কোন কথা বলতে রাজি হননি তিনি।
মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনায় ছয় দিন পর জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছেলে শারুনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলার আবেদন হয়েছে। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়ার আদালতে ওই তরুণীর ভাই আশিকুর রহমান বাদী হয়ে মামলার আবেদন করেন। পরে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেন।
বিচারক আদেশে বলেন, মোসারাত জাহান মুনিয়ার ‘আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে’ গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলাটি বর্তমানে তদন্তের মধ্যে রয়েছে। এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যা মামলার আবেদনটি স্থগিত থাকবে।
গত ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার রাতেই তরুণীর পরিবারের পক্ষ থেকে 'আত্মহত্যার প্ররোচণা' মামলায় অভিযুক্ত করা হয় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে। মামলার আসামী হিসেবে আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ২৭ এপ্রিল পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর হাকিম তা মঞ্জুর করেন। তবে আনভীরের স্ত্রী, পরিবারের সদস্য ও গৃহকর্মীসহ আট জন গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি চার্টার্ড ফ্লাইটের দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। তবে আনভীর এখন কোথায় আছেন। সে বিষয়ে সঠিক ধারনা নেই পুলিশের কাছে।
আরও পড়ুন:
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৪ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১১ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
১৬ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
২০ মিনিট আগে