Ajker Patrika

দীপু মনি-আনিসুল-সালমান-পলক আরও মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২: ০৩
দীপু মনি-আনিসুল-সালমান-পলক আরও মামলায় গ্রেপ্তার

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে আরও তিনটি হত্যা মামলায়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে দুটি হত্যা মামলায় এবং সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন। 

সকাল ৮টার আগে সাবেক এই চার মন্ত্রীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা পৃথক পৃথকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত ওই আবেদন মঞ্জুর করেন। পরে প্রত্যেককে কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন। 

আদালত সূত্রে জানা গেছে, ডা. দীপু মনিকে বাড্ডা থানায় দায়ের করা হাফিজুল শিকদার হত্যা মামলা, সোহাগ মিয়া হত্যা মামলা ও তৌফিকুল ইসলাম ভূঁইয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

সালমান এফ রহমান, আনিসুল হক ও পলককে বাড্ডা থানায় দায়ের করা সোহাগ মিয়া হত্যা মামলা ও হাফিজুল শিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেছেন, তাঁরা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত রয়েছেন বলে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেককে ভবিষ্যতে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে। 

সালমান এফ রহমান ও আনিসুল হককে গত ১৩ আগস্ট রাতে সদরঘাট থেকে নৌপথে পালানোর সময় আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাদের নিউমার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শাহজাহান আলী হত্যা মামলায় তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফার রিমান্ডে নেওয়ার পর তাঁদের কারাগারে পাঠানো হয়। এখনো কয়েকটি মামলায় রিমান্ড মঞ্জুর হয়ে আছে। তদন্ত কর্মকর্তারা সময়মতো তাঁদের রিমান্ডে নেবেন বলে জানা গেছে। 

দীপু মনিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গত ১৯ আগস্ট আটক করা হয়। রাজধানীর মোহাম্মদপুর বসিলা এলাকায় মুদি দোকানদার আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২০ আগস্ট দীপু মনিকে রিমান্ডে দেওয়া হয়। তাকেও এ পর্যন্ত বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

জুনাইদ আহমেদ পলককে গত ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়। তাঁকেও এ পর্যন্ত বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত