নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘প্রথমে আগুন দেখছি ফুটওভার ব্রিজের মুখে। তহন অল্প আছিল ৷ তারপর দেখলাম এসির লাইন দিয়া হেই আগুন সারা মার্কেটে ছড়াইছে। একটা এসিও ঠিক নাই। সব বাসটি (ব্রাস্ট) হইছে৷ মনে হয় কারেন্ট থাইকা এই আগুন লাগছে৷’ কথাগুলো বলছিলেন ঢাকা নিউ মার্কেটসংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন ৫ নম্বর গলি লাগোয়া একটি রেস্টুরেন্টের শ্রমিক।
নিজেকে আগুনের প্রথম দিককার প্রত্যক্ষদর্শী দাবি করে মো. রুবেল নামের এই দোকানকর্মী বলেন, ‘রাতের বেলা সিটি করপোরেশনের লোকেরা ওভারব্রিজ ভাঙ্গার কাম করছে (গাউছিয়া ও ঢাকা সুপার মার্কেটের সংযোগ ফুটওভার) ৷ ব্রিজের যে সিঁড়ি, ওইডার লগে অনেক তার আছিল এই মার্কেটের। আমরা সন্দেহ করি, ওই সিঁড়ি ভাঙার সময় তার প্লাস-মাইনাস (নেগেটিভ-পজেটিভ) হইয়া এই আগুন লাগছে ৷ কারণ, আগুন লাগার লগে লগে সিটি করপোরেশনের লোকেরা ভাগছে ৷ এক মিনিটও দেরি করে নাই।’
কথা হয় চন্দ্রিমা মার্কেটের দোকান কর্মচারী সুজন ও সুপার মার্কেটের পেছনে ফুটপাতে চায়ের দোকানদার রিয়াদের সঙ্গে। তাঁরাও নিজেদের শুরুর দিকের প্রত্যক্ষদর্শী দাবি করে রুবেলের বলা কথার সঙ্গে সহমত জানালেন।
তৃতীয় তলায় বন্ধুর বাবার দোকান আছে তাসফিয়া ফ্যাশন নামে। বন্ধুর ডাকে সেখানকার মালামাল উদ্ধারের সহায়তা করতে এসেছেন মো. সাইফ ৷ তিনি বলেন, ‘আমরা আসতে দেরি করে ফেলেছি ৷ ভেতরে ঢুকে দেখি ভয়াবহ অবস্থা ৷ মালামাল তেমন বের করতে পারি নাই। সব শেষ ওদের, কিছুই বের করতে পারেনি।’
সময় যত গড়াচ্ছে, আগুন তত বড় হচ্ছে। তৃতীয় তলা থেকে আগুন দ্বিতীয় তলায় ছড়িয়েছে। উভয় তলা থেকেই দোকানের মালিক ও ব্যবসায়ীরা যাঁর যাঁর মালামাল বের করছেন। মার্কেটের ভেতরে গিয়ে ঘুরে এসে মালামাল বের করার অবস্থা না থাকায় বাইরে এসে কান্নায় ভেঙে পড়ছেন অনেক ব্যবসায়ী।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। তাদের সহযোগিতা করছেন সেনাবাহিনী, বিমান বাহিনী ও বিজিবির সদস্য।
আরও পড়ুন:
‘প্রথমে আগুন দেখছি ফুটওভার ব্রিজের মুখে। তহন অল্প আছিল ৷ তারপর দেখলাম এসির লাইন দিয়া হেই আগুন সারা মার্কেটে ছড়াইছে। একটা এসিও ঠিক নাই। সব বাসটি (ব্রাস্ট) হইছে৷ মনে হয় কারেন্ট থাইকা এই আগুন লাগছে৷’ কথাগুলো বলছিলেন ঢাকা নিউ মার্কেটসংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন ৫ নম্বর গলি লাগোয়া একটি রেস্টুরেন্টের শ্রমিক।
নিজেকে আগুনের প্রথম দিককার প্রত্যক্ষদর্শী দাবি করে মো. রুবেল নামের এই দোকানকর্মী বলেন, ‘রাতের বেলা সিটি করপোরেশনের লোকেরা ওভারব্রিজ ভাঙ্গার কাম করছে (গাউছিয়া ও ঢাকা সুপার মার্কেটের সংযোগ ফুটওভার) ৷ ব্রিজের যে সিঁড়ি, ওইডার লগে অনেক তার আছিল এই মার্কেটের। আমরা সন্দেহ করি, ওই সিঁড়ি ভাঙার সময় তার প্লাস-মাইনাস (নেগেটিভ-পজেটিভ) হইয়া এই আগুন লাগছে ৷ কারণ, আগুন লাগার লগে লগে সিটি করপোরেশনের লোকেরা ভাগছে ৷ এক মিনিটও দেরি করে নাই।’
কথা হয় চন্দ্রিমা মার্কেটের দোকান কর্মচারী সুজন ও সুপার মার্কেটের পেছনে ফুটপাতে চায়ের দোকানদার রিয়াদের সঙ্গে। তাঁরাও নিজেদের শুরুর দিকের প্রত্যক্ষদর্শী দাবি করে রুবেলের বলা কথার সঙ্গে সহমত জানালেন।
তৃতীয় তলায় বন্ধুর বাবার দোকান আছে তাসফিয়া ফ্যাশন নামে। বন্ধুর ডাকে সেখানকার মালামাল উদ্ধারের সহায়তা করতে এসেছেন মো. সাইফ ৷ তিনি বলেন, ‘আমরা আসতে দেরি করে ফেলেছি ৷ ভেতরে ঢুকে দেখি ভয়াবহ অবস্থা ৷ মালামাল তেমন বের করতে পারি নাই। সব শেষ ওদের, কিছুই বের করতে পারেনি।’
সময় যত গড়াচ্ছে, আগুন তত বড় হচ্ছে। তৃতীয় তলা থেকে আগুন দ্বিতীয় তলায় ছড়িয়েছে। উভয় তলা থেকেই দোকানের মালিক ও ব্যবসায়ীরা যাঁর যাঁর মালামাল বের করছেন। মার্কেটের ভেতরে গিয়ে ঘুরে এসে মালামাল বের করার অবস্থা না থাকায় বাইরে এসে কান্নায় ভেঙে পড়ছেন অনেক ব্যবসায়ী।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। তাদের সহযোগিতা করছেন সেনাবাহিনী, বিমান বাহিনী ও বিজিবির সদস্য।
আরও পড়ুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১১ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১ ঘণ্টা আগে