Ajker Patrika

টাঙ্গাইলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৬: ৩৭
টাঙ্গাইলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে দেড় লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন। আজ মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে তিনি এ রায় ঘোষণা করেন।

জানা যায়, দণ্ডিত ব্যক্তি টাঙ্গাইল পৌর শহরের আদি টাঙ্গাইল এলাকার মৃত আ. সালামের ছেলে সুজন মিয়া (৩৫)।

এ বিষয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি মো. আব্দুল কুদ্দুস জানান, প্রায় ১৪ বছর আগে সুজন মিয়ার সঙ্গে আদি টাঙ্গাইল দাসপাড়ার (মাঝিপাড়া) শিউলী আক্তারের (২৭) বিয়ে হয়। বিয়ের পর দেড় লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী তাঁকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ২০১৪ সালের ১৭ জুন বেলা ১১টার দিকে তাঁর স্বামী ঘরের দরজা বন্ধ করে যৌতুকের টাকার জন্য মারধর করেন। পরে পরিকল্পিতভাবে স্ত্রীর শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। এ ঘটনার পরদিন চিকিৎসাধীন অবস্থায় শিউলী আক্তারের মৃত্যু হয়। পরে তার ভাই শিবলু মিয়া বাদী হয়ে ২০১৪ সালের ১৮ জুন টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত