জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান গণ–অনশনরত শিক্ষার্থীরা এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে, সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন তাঁরা। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনশনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন।
সংবাদ সম্মেলনে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ফয়সাল মুরাদ বলেন, ‘আমাদের সুস্পষ্ট তিনটি দাবি ছিল। কিন্তু এত সময় পেরিয়ে গেলেও সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারে নাই প্রশাসন। তাই অনশন চালিয়ে যাচ্ছি। দুর্ভাগ্যের বিষয় হলো সরকারের পক্ষ থেকেও যোগাযোগ করা হয়নি। আমাদের দাবিও আমলে নেওয়া হয়নি।’
পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী একে এম রাকিব বলেন, ‘পরবর্তী কর্মসূচি হবে, আমরা আজকে ১টা ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করব। যদি মন্ত্রণালয়, ইউজিসি, সেনা কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একসঙ্গে বসার ঘোষণা না আসে, তাহলে সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা করব।’
তিনি আরও বলেন, ‘আমাদের দাবি পূরণ না হলে ১টা ৩০ মিনিটের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এই গণপদযাত্রা শুরু হবে।’
এর আগে তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো গণ-অনশন পালন করেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে আজ সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব ভবনে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচিও পালন করেন তাঁরা।
সরেজমিন দেখা যায়, আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, শহীদ সাজিদ একাডেমিক ভবন, বিজ্ঞান অনুষদ, আর্টস ফ্যাকাল্টির ভবনগুলোতে তালা ঝুলছে। পর থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারসহ ক্যাম্পাসের বিভিন্ন ভবনের সামনে বসে গণ-অনশন কর্মসূচি পালন করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ পরিস্থিতি বিরাজ করছে।
সংবাদ সম্মেলনের আগে অনশনরত শিক্ষার্থী শাখা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাজী আহাদ বলেন, ‘গতকাল (রোববার) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং অস্থায়ী আবাসনের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি পালন করে। যেখানে গতকালই ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এরই পরিপ্রেক্ষিতে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করা হয়। এখন পর্যন্ত মোট ১৬ জন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যত দিন পর্যন্ত আমাদের তিন দফা দাবি পালন করা না হবে, তত দিন আমরা এই অনশন কর্মসূচি পালন করব।’
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিংয়ের মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে এবং ভিজ্যুয়ালভাবে সকলের সামনে তা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকাবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রতার বন্দোবস্ত করা চলবে না।
২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।
৩. যত দিন অবধি আবাসন ব্যবস্থা না হয়, তত দিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান গণ–অনশনরত শিক্ষার্থীরা এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে, সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন তাঁরা। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনশনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন।
সংবাদ সম্মেলনে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ফয়সাল মুরাদ বলেন, ‘আমাদের সুস্পষ্ট তিনটি দাবি ছিল। কিন্তু এত সময় পেরিয়ে গেলেও সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারে নাই প্রশাসন। তাই অনশন চালিয়ে যাচ্ছি। দুর্ভাগ্যের বিষয় হলো সরকারের পক্ষ থেকেও যোগাযোগ করা হয়নি। আমাদের দাবিও আমলে নেওয়া হয়নি।’
পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী একে এম রাকিব বলেন, ‘পরবর্তী কর্মসূচি হবে, আমরা আজকে ১টা ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করব। যদি মন্ত্রণালয়, ইউজিসি, সেনা কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একসঙ্গে বসার ঘোষণা না আসে, তাহলে সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা করব।’
তিনি আরও বলেন, ‘আমাদের দাবি পূরণ না হলে ১টা ৩০ মিনিটের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এই গণপদযাত্রা শুরু হবে।’
এর আগে তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো গণ-অনশন পালন করেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে আজ সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব ভবনে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচিও পালন করেন তাঁরা।
সরেজমিন দেখা যায়, আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, শহীদ সাজিদ একাডেমিক ভবন, বিজ্ঞান অনুষদ, আর্টস ফ্যাকাল্টির ভবনগুলোতে তালা ঝুলছে। পর থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারসহ ক্যাম্পাসের বিভিন্ন ভবনের সামনে বসে গণ-অনশন কর্মসূচি পালন করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ পরিস্থিতি বিরাজ করছে।
সংবাদ সম্মেলনের আগে অনশনরত শিক্ষার্থী শাখা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাজী আহাদ বলেন, ‘গতকাল (রোববার) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং অস্থায়ী আবাসনের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি পালন করে। যেখানে গতকালই ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এরই পরিপ্রেক্ষিতে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করা হয়। এখন পর্যন্ত মোট ১৬ জন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যত দিন পর্যন্ত আমাদের তিন দফা দাবি পালন করা না হবে, তত দিন আমরা এই অনশন কর্মসূচি পালন করব।’
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিংয়ের মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে এবং ভিজ্যুয়ালভাবে সকলের সামনে তা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকাবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রতার বন্দোবস্ত করা চলবে না।
২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।
৩. যত দিন অবধি আবাসন ব্যবস্থা না হয়, তত দিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
২ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
৭ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১০ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
১১ মিনিট আগে